নতুন মৌসুমে টটেনহ্যাম হটস্পারের দায়িত্ব নিয়েছিলেন নুনো এসপিরিতো সান্তো। তার অধীনে উন্নতি করতে পারেনি স্পার্স। আছে টেবিলের আট নম্বরে। যে কারণে চার মাসের মাথায় চাকরি হারালেন নুনো।
শুরু থেকে ধারাবাহিকতার অভাবে ভুগেছে টটেনহ্যাম। বিশেষ করে সেপ্টেম্বরে নগর প্রতিদ্বন্দ্বি আর্সেনালের কাছে হারের পর চাপ বাড়ে এই পর্তুগিজ কোচের ওপর।
শেষ পর্যন্ত শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-০ গোলে হারাটাই কাল হয়ে দাঁড়াল ৪৭ বছর বয়সী এই ট্যাকটিশিয়ানের জন্য।
টটেনহ্যামের মালিক রিচার্ড লিভি শনিবারের ম্যাচের পর ইঙ্গিত দিয়েছিলেন যে নুনোর ভাগ্য নির্ধারণ হতে পারে এ সপ্তাহে। তার দুইদিন পর বরখাস্ত হলেন নুনো সান্তো।
২০১৭ থেকে ২১ পর্যন্ত চার মৌসুম ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের ম্যানেজার ছিলেন নুনো। উলভসের সঙ্গে তার সাফল্যে দেখে স্পার্স তাকে দলে টানে এ মৌসুমে।
মরিসিও পচেত্তিনোর ছেড়ে যাওয়া জায়গায় আসেন জোসে মরিনিয়ো। মরিনিয়ো পচেত্তিনোর মতো সাফল্য না পাওয়ায় তার জায়গায় আসেন নুনো এসপিরিতো সান্তো।স্পার্স ফ্যানরা ভেবেছিলেন পচেত্তিনোর মতো ক্লাবকে সাফল্য এনে দেবেন তিনি। তেমনটা হয়নি।
যার ফলে চাকরি ছাড়তে হলো তাকে। নুনোর জায়গায় কে আসছে সেটা জানায়নি স্পার্স।