টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ম্যাচে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছে বাংলাদেশ।
চলতি বিশ্বকাপের শুরু থেকেই ডু অর ডাই পরিস্থিতি সৃষ্টির ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ।
বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে সুপার টুয়েলভে জায়গা করে নেয়ার বিষয়ে শঙ্কা জেগেছিল মাহমুদুল্লাহ বাহিনীর। সে সময় ডু অর ডাই ম্যাচে বাংলাদেশ লড়েছিল ওমানের বিপক্ষে।
সুপার টুয়েলভে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাল বাংলাদেশ। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই হারে অনেকটা ম্লান এখন ডমিঙ্গো শিষ্যদের সেমিতে খেলার স্বপ্ন। সেই আশা জিইয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন সাকিব-মুশফিকরা।
বাঁচা-মরার ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টিম বাংলাদেশ। তলপেটে ব্যথা থাকায় উইন্ডিজের বিপক্ষে ম্যাচে থাকছেন না নুরুল হাসান সোহান। তার পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন সৌম্য সরকার।
আর স্পিনার নাসুম আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন পেইসার তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ দলও নামছে জোড়া পরিবর্তন নিয়ে। লেন্ডল সিমন্সের জায়গায় খেলছেন রস্টন চেস। আর হেইডেন ওয়ালশের জায়গায় ঢুকেছেন জেসন হোল্ডার।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মাহেদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: রস্টন চেস, এভন লুইস, নিকোলাস পুরান, ক্রিস গেইল, কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্ড্রে রাসেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার ডোয়াইন ব্রাভো, আকিল হোসেন, রবি রামপল।