টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে বাংলাদেশের ব্যাটিং ইউনিট ভোগাচ্ছে দলকে। রান খরায় ভুগছেন টাইগার ব্যাটাররা। লম্বা সময় ধরে এই সমস্যার সমাধানে কাজ করে গেলেও এখন পর্যন্ত সেটির কোনো সমাধান আনতে পারেননি লিটন-আফিফরা।
টপ অর্ডার, মিডল অর্ডারের পাশাপাশি ব্যর্থতা কাটাতে পারছেন না লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররাও। তাদের ব্যর্থতার কারণ হিসেবে পর্যাপ্ত বল খেলতে না পারাকেই দায়ী করলেন জাতীয় দলের উইকেটকিপার নুরুল হাসান সোহান।
শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদসম্মেলনে এমনটা জানান সোহান।
সোহান বলেন, ‘টি-টোয়েন্টিতে আপনি যখন লোয়ার-মিডল অর্ডারে ব্যাটিং করবেন এখান থেকে টিমও অনেক বেশি চাইবে না। কারণ একেক সময় পরিস্থিতি একেক রকম থাকবে। অনেক সময় এনাফ সময়ও পাওয়া যায় না।’
যে কয় বল খেলার সুযোগ পান সেটিকে কাজে লাগাতে চান জাতীয় দলের এই ব্যাটার। সেই সঙ্গে দলের প্রয়োজনে নিজের শতভাগ দেয়ার ব্যপারে বেশ আত্মপ্রত্যয়ী তিনি।
সোহান বলেন, ‘৫, ৬ বল বা ১০ বল এটা যতটুকু কাজে লাগানো যায়। দল কী চাচ্ছে আমি কতটুকু করতে পারছি তাতে ফোকাস করা।’