শ্রীলঙ্কার সঙ্গে জয়ের আশা জাগিয়েও কিছু বিতর্কিত সিদ্ধান্তে হার বরণ করে বিশ্বকাপ মিশন শুরু করতে হয় বাংলাদেশের। এই ম্যাচটা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়।
মূলপর্বের এই ম্যাচ নিয়ে নীরবতা ভেঙেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা।
ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মঙ্গলবার দুপুরে ম্যাচের পর্যালোচনা করেছেন তিনি।
সেখানে জাতীয় দলের ক্রিকেটারদের পারফরম্যান্স খারাপ হওয়ার পেছনে জাতীয় দলের কোচদের দুষেছেন দেশসেরা এই অধিনায়ক।
ক্রিকেটারদের পারফরম্যান্সের অবনতির জন্য ম্যাশ কোচদের দুষলেও বিষয়টি গায়ে লাগাচ্ছেন না জাতীয় দলের বোলিং কোচ ওটিস গিবসন।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাশরাফির অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে এড়িয়ে যান তিনি।
মাশরাফিকে ‘বাইরের লোক’ আখ্যা দিয়ে কোচ বলেন, ‘দেখুন, এটা ব্যক্তিগত মত। বাইরের কারও ভাবনা নিয়ে ভাবছি না। এটা নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমরা জানি বাংলাদেশ দলের কোচিং নিয়ে আমরা কী করছি। বাইরে থেকে কেউ কিছু বললে সেটা নিয়ে লাভ হয় না!’
এর আগে মঙ্গলবার দুপুরে মাশরাফি নিজের ফেসবুকে লেখেন, ‘ম্যাচের ৯.৪ ওভার ৭৯ রানে ওদের ৪ উইকেট, ঠিক তখন আইসিসির নিয়ম অনুযায়ী ড্রিংকস ব্রেক। তার মানে কোচ মাঠের ভেতর আসবেন। আমাদের কোচও এসেছিলেন। তাহলে উনি এসে রিয়াদের সঙ্গে কী কথা বলেছিলেন? যদি বলে থাকেন, তাহলে কি সব দায় রিয়াদের?
‘মানলাম, অন ফিল্ড ক্যাপ্টেনস কল ইজ ফাইনাল। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের ক্রাঞ্চ মোমেন্টে কি কোচ ডিসকাশন করেন না? ক্যাপ্টেন তখন বিভিন্ন বিষয়ে চাপে থাকে। তার প্ল্যান কী, এটা কি জানতে চেয়েছিলেন কোচ?’
ম্যাচ চলাকালে কোচ রাসেল ডমিঙ্গোর দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে মাশরাফি বলেন, ‘যদি কোচ এ বিষয়ে রিয়াদের সঙ্গে কথা না বলে থাকেন, তাহলে তো ব্রেকের সময় দলের টিম বয়কেই মাঠে পাঠিয়ে দেয়া যায় হাই-হ্যালো করতে, কোচের আর প্রয়োজন কী!