বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতের বোলারকে ‘গলির ক্রিকেটার’ আখ্যা সালমানের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ অক্টোবর, ২০২১ ১৪:৩১

ভারুন চক্রবর্তীকে পাকিস্তানের বিপক্ষে খেলানো ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন সালমান বাট। তার মতে ভারুনের বোলিং কোনো প্রভাবই রাখতে পারেনি পাকিস্তানের ব্যাটিংয়ের উপর।

পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের হারের দুঃস্বপ্ন নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করেছে ভারত। পাকিস্তানের দুই ওপেনার রিজওয়ান ও বাবর আজমের সামনে হতবিহ্বল ছিল ভারতের বোলিং অস্ত্র।

পুরো ম্যাচে দুই ব্যাটারকে আউট করা সম্ভব হয়নি ভারতের বোলারদের। ১০ উইকেটে দাপটের জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান।

এর পরপরই দেশটির বোলিং সাইড নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

পাকিস্তানের বিপক্ষে অভিজ্ঞ রভিচন্দ্রন আশউইনকে বেঞ্চে বসিয়ে মূল একাদশে সুযোগ করে দেয়া হয়েছে তরুণ বোলার ভারুন চক্রবর্তীকে। চার ওভারে ৩৩ রান দিয়েছেন এই ভারতীয় বোলার।

তাকে পাকিস্তানের বিপক্ষে খেলানো ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। তার মতে ভারুনের বোলিং কোনো প্রভাবই রাখতে পারেনি পাকিস্তানের ব্যাটিংয়ের উপর।

গলির ক্রিকেটে ভারুনের মতো বোলার আছে মন্তব্য করে সালমান বলেন, ‘ভারুন চক্রবর্তী একজন রহস্যময় বোলার হতে পারেন। কিন্তু পাকিস্তানের টেপ টেনিস বলে গলির ক্রিকেট আমরা খেলি। গলির ক্রিকেটে প্রত্যেক পাকিস্তানি শিশুরা চক্রবর্তীর মতো বোলারের বল খেলে আসে। সুতরাং সে কোনো চমক দিতে পারেনি আমাদের।’

তার নিজস্ব ইউটিউব চ্যানেলে এভাবেই ব্যাখ্যা করেন সালমান বাট।

সাবেক এই অধিনায়ক বলেন, ‘একইভাবে অজন্থা মেন্ডিস শ্রীলঙ্কার হয়ে খেলেছেন। অনেক দলকে সমস্যায় ফেলে দিয়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড ভালো নয়। একটা সময় শ্রীলঙ্কা তাকে পাকিস্তানের বিপক্ষে বোলিং করানো বন্ধ করে দেয়। কারণ আমরা তার বোলিংয়ে কোনো রহস্য পাইনি।’

ভারতের হারার পেছনে আরেকটি কারণ দেখেন বাট।

তিনি বলেন, ‘ম্যাচে দুয়েকটা কৌশল হাতছাড়া করেছে ভারত। প্রথমত তারা তাদের পেইস বোলারদের থেকে যথেষ্ট গতি পায়নি। দ্বিতীয়ত তারা ক্লাসিক্যাল স্পিনারের বদলে রহস্যময় স্পিনারকে পছন্দ করেছে ম্যাচে। পাকিস্তানের ব্যাটারদের জন্য ভারুন কোনো রহস্য নয়।’

এ বিভাগের আরো খবর