বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পিএসজিতে বিচ্ছিন্ন মেসি: অঁরি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ অক্টোবর, ২০২১ ১১:৫৯

২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত মেসির সঙ্গে বার্সায় খেলেন অঁরি। তার দাবি, পিএসজির এই দলটাকে সাজানো হয় এমবাপেকে ঘিরে। দলটাকে আরও বেশি মেসিকেন্দ্রিক করা উচিত বলে মনে করেন অঁরি।

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে গোলের দেখা পেলেও লিগ ওয়ানে গোলের খরা কাটছে না লিওনেল মেসির। গত চার ম্যাচে গোলের দেখা পাননি এই আর্জেন্টাইন মহাতারকা। বিষয়টি নিয়ে সরগরম বিশ্ব ফুটবল।

এমন অবস্থায় মেসির পক্ষে অবস্থান নিয়েছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ থিয়েরি অঁরি। ফরাসি এই তারকা স্ট্রাইকারের মতে, পিএসজিতে বিচ্ছিন্ন করা হয়েছে মেসিকে। তার কাছ থেকে আরও অনেক কিছু পেতে পারে পিএসজি।

অঁরি বলেন, ‘মেসিকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তাকে বল দেয়া হয় কম। আমি বলব না, মেসি এ জন্য দুঃখে আছে। তবে সে বিচ্ছিন্ন। আমি তাকে মিডফিল্ডে দেখতে চাই।’

আরআমসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটা বলেন। এ সময় দলে মেসির পজিশন নিয়ে পিএসজির কোচ মরিসিও পচেত্তিনোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন হেনরি।

সাবেক এই বার্সা তারকা বলেন, ‘ডান পাশে মেসির অবস্থান আমার কাছে সমস্যার মনে হয়েছে। তাকে মিডফিল্ডে দেয়া হলে সে পুরো ছন্দ ধরে খেলাতে পারবে। এমবাপে, নেইমার ও মেসিকে একসঙ্গে খেলাতে কিছু একটা দরকার দলে।’

২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত মেসির সঙ্গে বার্সায় খেলেন অঁরি। তার দাবি, পিএসজির এই দলটাকে সাজানো হয় এমবাপেকে ঘিরে। দলটাকে আরও বেশি মেসিকেন্দ্রিক করা উচিত বলে মনে করেন অঁরি।

তিনি বলেন, ‘মেসি খুব বেশি কথা বলে না। তার বল কথা বলে। এখন দলটা এমবাপের। এমবাপে দলে সবচেয়ে বেশি আলো ছড়াচ্ছে। তাকে বেশি বল দেয়া হয়।

‘কোনো এক মুহূর্তে দলে কেবল একজন পথপ্রদর্শক দরকার। না হলে একই টেম্পোতে খেলানো কঠিন। আর এই দলে অনেক পথপ্রদর্শক।’

এ বিভাগের আরো খবর