বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শুরু হচ্ছে বিশ্বকাপের মূল যুদ্ধ

  •    
  • ২২ অক্টোবর, ২০২১ ২২:৫১

অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের মূল যুদ্ধ। যেখানে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে ১২ টি দল।

১৭ অক্টোবর ওমান ও পাপুয়া নিউগিনির ম্যাচ দিয়ে শুরু হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের। শুক্রবার আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয় বাছাইপর্বের খেলা।

শনিবার অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের মূল যুদ্ধ। যেখানে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে ১২ টি দল।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সেরা আট দল আগে নিশ্চিত করে সুপার টুয়েলভ। পরের আট দল থেকে বাছাইপর্বের মধ্য দিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে আরও চারটি দল।

বাছাইপর্বের দুই গ্রুপের সেরা দুই দল জায়গা করে নিয়েছে সুপার টুয়েলভের বাকি সদস্য হিসেবে। এ-গ্রুপ থেকে মূল পর্ব নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ও নবাগত নামিবিয়া। আর বি-গ্রুপ থেকে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে স্কটল্যান্ড ও বাংলাদেশ।

সুপার টুয়েলভের এ-গ্রুপে আগে থেকেই জায়গা করে নেয়া চার দল হল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আর বি-গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান।

বাছাইপর্বে এ-গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ায় সুপার টুয়েলভে শ্রীলঙ্কা খেলবে এ-গ্রুপে। অপরদিকে বি-গ্রুপ থেকে রানার্স আপ হওয়ায় বাংলাদেশও খেলবে একই গ্রুপে।

ফলে সুপার টুয়েলভে এ-গ্রুপে লড়বে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

অপরদিকে বি-গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ায় মূল পর্বে বি-গ্রুপে খেলবে স্কটল্যান্ড। আর এ-গ্রুপ থেকে রানার্স আপ হওয়ায় নবাগত নামিবিয়া খেলবে একই গ্রুপে।

সেক্ষেত্রে বি-গ্রুপের খেলায় মুখোমুখি হবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়া।

২৩ অক্টোবর থেকে শুরু হয়ে সুপার টুয়েলভের খেলা চলবে ৮ নভেম্বর পর্যন্ত।

সুপার টুয়েলভের দুই গ্রুপ থেকে সেরা চার দল খেলার সুযোগ পাবে সেমি ফাইনালে। ১০ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমি ফাইনালের ম্যাচ দুটি।

এরপর ১৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের।

বাংলাদেশের সুপার টুয়েলভের সূচি:

২৪ অক্টোবর বিকেল ৪টা- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

২৭ অক্টোবর বিকেল ৪টা- বাংলাদেশ বনাম ইংল্যান্ড

২৯ অক্টোবর বিকেল ৪টা- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

২ নভেম্বর বিকেল ৪টা- বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা

৪ নভেম্বর বিকেল ৪টা- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া

এ বিভাগের আরো খবর