চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মাঠের লড়াইয়ের সময় পুরো ক্রিকেট বিশ্ব থাকে উত্তপ্ত। আর সেটি যদি হয় বিশ্বকাপের মতো ইভেন্টে, তাহলে তো কথাই নেই।
ভক্তদের ভেতর উন্মাদনার পাশাপাশি ভারত বনাম পাকিস্তানের ম্যাচকে ঘিরে উত্তপ্ত থাকে সম্প্রচার সংস্থাগুলোও। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।
আর সেই ম্যাচকে কেন্দ্র করে অনলাইনে সম্প্রচার ও ম্যাচ চলাকালীন বিজ্ঞাপনের জন্য বিরাট অঙ্ক চাইছে সম্প্রচার সংস্থা।
ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচটি অনলাইনে সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় একটি প্ল্যাটফর্ম। আর সেখানে প্রতি ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য দর হাঁকা হয়েছে ২৫ থেকে ৩০ লাখ রুপি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩৪ লাখ টাকা।
পাঁচ বছর পর শর্টার ফরম্যাটের ক্রিকেট বিশ্বকাপে দর্শক দেখতে যাচ্ছে হাইভোল্টেজ এই ম্যাচ। সে কারণে হয়তো এত উত্তেজনা দুই দেশের ভক্তদের ।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের দেয়া তথ্য মতে, ইতিমধ্যে এই হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে প্রায় ৯০০ কোটি রুপি লাভ করেছেন ভারতীয় সম্প্রচারকরা।