টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ডু-অর-ডাই ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে আট উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে স্কটল্যান্ড। যার সুবাদে বি-গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি।
ওমানের দেয়া ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮ বল ও আট উইকেট অক্ষত রেখে কাঙ্ক্ষিত জয় পায় স্কটিশরা। প্রথমবারের মতো বিশ্বকাপের মূল মঞ্চে খেলার স্বপ্নভঙ্গ হয় ওমানের।
ওমানের এমিরেতস স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১২২ রানের পুঁজি পায় স্বাগতিকরা।
জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারকে হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্কটল্যান্ড। সেই সঙ্গে পেয়ে যায় প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিট।
বি-গ্রুপে থেকে চ্যাম্পিয়ন হওয়ায় আইসিসির নতুন সূচি অনুযায়ী বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে (সম্ভাব্য)।
আর স্কটল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ায় পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা বাংলাদেশকে মূল পর্বে খেলতে হবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার (সম্ভাব্য) বিপক্ষে।