আইসিসির ইভেন্ট মানেই সাকিবের রেকর্ড গড়ার মঞ্চ। চলতি বিশ্বকাপের বাছাইপর্বে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে নিজের নাম লেখান সাকিব আল হাসান।
বাছাইপর্বের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে আরও একটি রেকর্ডের অংশ হলেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে সাকিব নাম লেখালেন সাবেক পাকিস্তানি স্পিনার শাহিদ আফ্রিদির নামের পাশে।
পাপুয়া নিউগিনির বিপক্ষে সাকিব তার চার ওভারের স্পেলে রান দিয়েছেন ৯। আর এই ৯ রানের খরচায় ঝুলিতে পুরেছেন ৪টি উইকেট।
সে সুবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৯ উইকেট নিয়ে সাকিব ভাগ বসালেন আফ্রিদির রেকর্ডে।
বিশ্বকাপ শুরুর আগে আফ্রিদির রেকর্ড ভাঙতে সাকিবের দরকার ছিল ১০টি উইকেট। পিএনজির বিপক্ষে ৪ উইকেট নিয়ে সাকিব স্পর্শ করলেন শাহিদ আফ্রিদির করা ৩৯ উইকেটের রেকর্ড।
বাছাইপর্বের প্রথম ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব টপকে যান লাসিথ মালিঙ্গার নেয়া ১০৭ উইকেটের রেকর্ডকে। বর্তমানে ১১৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে রয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রান ও ১০০ উইকেটের মালিক একমাত্র তিনিই।