বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভিসের হাত ধরে বিশ্বকাপে নামিবিয়ার ইতিহাস

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ অক্টোবর, ২০২১ ২০:১৪

চ্যালেঞ্জিং স্কোরের জবাবে ব্যাট করতে নেমে ৫২ রানেই তিন উইকেট হারিয়ে বসে নামিবিয়া। এরপর অধিনায়ক এরাসমুসকে সঙ্গে নিয়ে ৯৩ রানের জুটি গড়ে ডেভিড ভিসে দলকে নিয়ে যান জয়ের দোরগোড়ায়।

বাবা নামিবিয়ার নাগরিক হলেও জন্মসূত্রে ডেভিড ভিসে সাউথ আফ্রিকান। খেলেছেন প্রোটিয়া জাতীয় দলেও। কোলপ্যাক চুক্তির কারণে সাউথ আফ্রিকার জাতীয় দলের হয়ে ক্যারিয়ার শেষ হয়ে যার এ অলরাউন্ডারের।

সাউথ আফ্রিকার হয়ে খেলতে না পারলেও ক্রিকেটের সত্ত্বাটা বেঁচে ছিল ভিসের। সেকারণে নাম লেখান নামিবিয়ার জাতীয় দলে। তার হাত ধরেই বিশ্বকাপে ইতিহাস গড়ল দলটি।

ভিসের দুর্দান্ত ব্যাটিংয়ে বাছাইপর্বে শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে নামিবিয়া। বিশ্বকাপে প্রথম জয়ের পাশাপাশি নবাগত দলটি বাঁচিয়ে রাখল বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার আশা।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠায় নবাগত নামিবিয়া। ব্যাট করতে নেমে ওপেনার ম্যাক্স ও’ডয়েডের ৫৬ বলে ৭০ ও কলিন অ্যাকারম্যানের ৩২ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটের খরচায় ১৬৪ রানের পুঁজি পায় ডাচরা।

চ্যালেঞ্জিং স্কোরের জবাবে ব্যাট করতে নেমে ৫২ রানেই তিন উইকেট হারিয়ে বসে নামিবিয়া। এরপর অধিনায়ক গেরহার্ড এরাসমুসকে সঙ্গে নিয়ে ৯৩ রানের জুটি গড়ে ডেভিড ভিসে দলকে নিয়ে যান জয়ের দোরগোড়ায়।

এরাসমুস বিদায় নিলেও লড়াই চালিয়ে যান ভিসে শেষতক দলকে ৬ উইকেটের দুর্দান্ত জয় এনে দিয়ে থামেন তিনি। অপরাজিত থাকেন ৪০ বলে ৬৬ করে।

এ বিভাগের আরো খবর