বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কড়া নাড়ছে ব্যালন ডর, তেতে উঠছেন মেসি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ অক্টোবর, ২০২১ ১২:৫৯

২৯ নভেম্বর ঘোষণা করা হবে ব্যালন ডর বিজয়ীর নাম। তার আগে দুর্দান্ত পারফরম্যান্স আর কোপা আমেরিকার শিরোপা নিঃসন্দেহে পুরস্কার জয়ে বেশ এগিয়ে রাখছে মেসিকে।

ফুটবলের ব্যক্তিগত সবচেয়ে বড় পুরস্কার ব্যালন ডর দরজায় কড়া নাড়ার সময় লিওনেল মেসির তেজ যেন বেড়েই চলছে। আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকা জেতার পর থেমে নেই মেসির জাদু। ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে সবশেষ লাইপসিগের জালেও দুবার বল পাঠিয়েছেন আর্জেন্টাইন এ জাদুকর।

মেসির জোড়া আর কিলিয়ান এমবাপের এক গোলে লাইপসিগের বিপক্ষে ৩-২ ব্যবধানে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

ম্যাচে এমবাপের গোলে ঘরের মাঠে এগিয়ে যায় মরিসিও পচেত্তিনোর দল। পরে লাইপসিগের দুর্দান্ত আক্রমণে ২-১ গোলে পিছিয়ে যায় ফরাসি জায়ান্টরা।

পিছিয়ে পড়া দলটাকে উদ্ধারে এগিয়ে আসেন মেসি। এমবাপের সঙ্গে জুটি বেঁধে কাউন্টার অ্যাটাকে দারুণ এক গোলে পিএসজিকে সমতায় ফেরান তিনি।

পরে পেনাল্টি থেকে আরও এক গোলে ব্যবধান ৩-২ করে ফেলেন মেসি। জয় যখন নিশ্চিত, সে সময় ম্যাচের অন্তিম মুহূর্তে আরেকটি পেনাল্টি পায় মেসির দল। হ্যাটট্রিকের সুযোগ পেয়েও তা এমবাপেকে এগিয়ে দেন মেসি।

পেনাল্টিটা অবশ্য মিস করে বসেন এমবাপে। হ্যাটট্রিক সুযোগ হাতছাড়া করে পেনাল্টি তুলে দেয়ার মেসির এ সিদ্ধান্তে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বের সেরা ফুটবলার মেসি। এটা আমাদের সৌভাগ্য যে তিনি আমাদের সঙ্গে খেলেন। মেসি সেরা বলেই পেনাল্টি তুলে দিয়েছেন।’

এ দুই গোলে পিএসজির জার্সিতে সবশেষ দুই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জালের দেখা পেলেন মেসি। এ আসরে মেসি সব মিলিয়ে করলেন ১২৩ গোল।

২৯ নভেম্বর ঘোষণা করা হবে ব্যালন ডর বিজয়ীর নাম। তার আগে এমন দুর্দান্ত পারফরম্যান্স আর কোপা আমেরিকার শিরোপা নিঃসন্দেহে পুরস্কার জয়ে বেশ এগিয়ে রাখছে মেসিকে।

এ বিভাগের আরো খবর