বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নেদারল্যান্ডসের বিপক্ষে ক্যামফারের ডাবল হ্যাটট্রিক

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ অক্টোবর, ২০২১ ১৭:২৪

নেদারল্যান্ডের বিপক্ষে ইনিংসের দশম ওভারে চার বলে চার উইকেট নিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অনন্য এ রেকর্ড গড়েন ক্যামফার।

বিশ্বকাপ মানেই ক্রিকেটারদের কাছে রেকর্ডের ঝুলি খুলে বসা এক আসর। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচ থেকেই রেকর্ডবুকে চলছে নাম লেখানোর হিড়িক।

ওমানের প্রথম ম্যাচেই ১০ উইকেটের জয়, সাকিব আল হাসানের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে নাম লেখানো ছিল প্রথম দিনের ঘটনা।

বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় দিনে তৃতীয় ম্যাচে এসেও হল রেকর্ড। এবারে রেকর্ডটি গড়লেন আইরিশ পেইসার কার্টিস ক্যামফার।নেদারল্যান্ডের বিপক্ষে ইনিংসের দশম ওভারে চার বলে চার উইকেট নিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অনন্য এক কীর্তি গড়লেন তিনি।

ব্যক্তিগত দ্বিতীয় ওভারে নিজের নাম রেকর্ডবুকে উঠিয়েছেন ক্যামফার। একাই ধসিয়ে দিয়েছেন ডাচদের ব্যাটিং লাইন আপ।

১০ম ওভারের দ্বিতীয় বলে এ পেইসার উইকেটের পেছনে নেইল রকের তালুবন্দি করে ফেরান কলিন অ্যাকারম্যানকে। পরের বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে মাঠ ছাড়েন রায়ান টেন ডেসকাটে।

ওভারের চতুর্থ বলে স্কট এডওয়ার্ডকে সাঁজঘরে ফিরিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। সেখানে থামেননি এ পেইসার। পরের বলে ফন ডার মারউইকে ফিরিয়ে পূর্ণ করেন ডাবল হ্যাটট্রিক।

আর এর সুবাদেই টানা চার বলে চার উইকেট শিকার হয়ে যায় তার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাবল হ্যাট্রিক করা প্রথম বোলার হিসেবে নাম তোলেন রেকর্ডবুকে।

২০০৭ ওয়ানডে বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা চার বলে চার উইকেট নেন। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচেও চার বলে চার উইকেট নিয়েছিলেন মালিঙ্গা।

এ বিভাগের আরো খবর