পর্তুগিজ মেগাস্টার ক্রিস্টিয়ানো রোনালডোকে নিয়েও ভাগ্য বদালচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রায় এক দশক আগে লিগে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। আর চ্যাম্পিয়ন্স লিগ জেতে না দলটি প্রায় এক যুগ সময় ধরে।
অ্যালেক্স ফার্গুসন যাওয়ার পর থেকেই দলের বেহাল অবস্থা কাটছে না। শিরোপা খরায় ভুগছে দলটি।
সবশেষ পাঁচ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে প্রিমিয়ার লিগ ইতিহাসের সফলতম দলটি। আর হেরেছে তিনটিতে। বাকি একটা ম্যাচে ড্র।
এই যেমন সবশেষ ম্যাচে লেস্টার সিটির কাছে ৪-২ ব্যবধানে হেরেছে ওলে গানার শোলস্কায়ারের বাহিনী।
ম্যাচের পুরো সময় ছিলেন নিষ্প্রভ ছিলেন রোনালডো। বেহাল ছিল ইউনাইটেডও। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত ২-২ সমতা থাকা ম্যাচটা লেস্টার সিটি পকেটে পুড়েছে শেষ মুহূর্তে দুটি গোল করে।
এই হারে পয়েন্ট টেবিলে পাঁচে নেমে এলো ইউনাইটেড। ৮ ম্যাচে তাদের ঝুলি পয়েন্ট ১৪।
দলের এমন অবস্থায় পরিবর্তন চান ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবা।
তিনি বলেন, ‘আমরা একইভাবে যাচ্ছি বহুদিন থেকে। কিন্তু এখনও সমস্যা খুঁজে পাইনি। আমরা সহজ ও হাস্যকার গোল হজম করেছি। আমাদের কিছু পরিবর্তন দরকার।’
এই পরিস্থিতির মধ্যে আগামী ২১ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সেরি আর দল আতালান্তার বিপক্ষে মাঠে নামবে রোনালডোরা।