সাফ ফুটবলে বাঁচা-মরার লড়াইয়ে নিজেদের চতুর্থ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই সুমন রেজার গোলে লিড নিয়েছে টাইগাররা।
মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় শুরু হওয়া ম্যাচের তখন নবম মিনিট। রাকিবকে ফাউল করায় ফ্রি-কিক পায় বাংলাদেশ।
জামাল ভূঁইয়ার নেয়া ফ্রি-কিক ডিফ্লেক্ট হয়ে সিক্স ইয়ার্ডের সামনে পড়লে দুর্দান্ত হেডে দলকে এগিয়ে নেন সুমন রেজা।
মতিন মিয়াকে বেঞ্চে বসিয়ে সুমনকে মূল একাদশে রেখেছেন অস্কার ব্রুজন। সেই ভরসার প্রতিদান দিলেন সুমন।
সিনিয়র ফুটবলে অফিশিয়াল ম্যাচে সুমন রেজার প্রথম গোলের স্বস্তি নিয়ে খেলছে বাংলাদেশ।
ফাইনালে খেলতে এ ম্যাচে জেতার বিকল্প নেই বাংলাদেশের। গোলের স্বস্তি নিয়ে শুরুটা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে দলকে।
বাংলাদেশ একাদশ
গোলকিপার: আনিসুর রহমান জিকো
ডিফেন্ডার: তারিক কাজী, টুটুল হোসেন বাদশা, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম ও সাদ উদ্দিন
ফরোয়ার্ড: সুমন রেজা ও রাকিব হোসেন