ঘরোয়া ক্রিকেটের অন্যতম প্রধান আসর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হতে খুব বেশি বাকি নেই। শুক্রবার থেকে শুরু হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেটের প্রথম রাউন্ড। দলগুলো ব্যস্ত প্রস্তুতিতে।
ঢাকা মেট্রোপলিসের অধিনায়ক সাদমান ইসলাম জানালেন এইচপির দলের বিপক্ষে এ-দলের হয়ে সিরিজ খেলে অনেকেই প্রস্তুতি সেরেছেন। দলের কম্বিনেশনকেও আদর্শ মানছেন এই টেস্ট ওপেনার।
সোমবার সংবাদমাধ্যমকে সাদমান বলেন, ‘এইচপির সঙ্গে ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। সবাই পারফর্ম করার চেষ্টা করেছে। সে হিসেবে আমার প্রস্তুতি ভালো। আর দল হিসেবে এখানে আসার পর ৩-৪ দিন ধরে সব ভালো যাচ্ছে। দলের কম্বিনেশনও ভালো।’
বেশ কয়েক মৌসুম ঢাকা মেট্রোতে খেললেও এবারই প্রথম অধিনায়কত্বের ভার সাদমানে কাঁধে। তবে এতে বাড়তি চাপ নিচ্ছেন না সাদমান। তার দলে যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড় আছেন পরিস্থিতি সামাল দেয়ার জন্য এমনটাই বিশ্বাস তার।
তিনি বলেন, ‘দলে সবাই প্রায় সিনিয়র। প্রথম শ্রেণিতে নিয়মিত খেলা বেশ ভালো ক্রিকেটার আছে। অন্যান্য বারের মতো এবারও সবাই সেরাটা দিয়ে খেলবে। দলের ফল ভালো হবে। তাই বাড়তি চিন্তা করিনা।’
নিজের দলের সেরা বোলার তাসকিন আহমেদকে পাচ্ছেন না সাদমান। বিশ্বকাপে দলের সঙ্গে ব্যস্ত তিনি। তবে বিকল্প হিসেবে যারা আছে তারাও পরীক্ষিত ও প্রয়োজনে জ্বলে উঠতে পারবেন বলে বিশ্বাস ঢাকা মেট্রোর নতুন অধিনায়কের।
তিনি বলেন, ‘আমাদের দলে সবসময় তো তাসকিন খেলে। এবার তাকে পাচ্ছিনা। আবু হায়দার রনি আছে যে সবসময় ভালো পারফর্ম করে। এইচপি ও অনূর্ধ্ব-১৯ দলের কিছু নতুন খেলোয়াড় আছে। তারা ভালো খেলার চেষ্টা করবে। আর ব্যাটসম্যানদের দিক দিয়ে মার্শাল আইয়ুব, শামসুর রহমান শুভ সবসময় পারফর্ম করে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই পাকিস্তান সিরিজ দিয়ে শুরু হবে টাইগারদের টেস্ট মৌসুম। এনসিএল ও বিসিএলের ফার্স্ট ক্লাস পর্যায়ে খেলে জাতীয় দলের জন্য প্রস্তুতি গ্রহণ করা সম্ভব বলে মানছেন বাংলাদেশের এই টেস্ট বিশেষজ্ঞ।
তিনি বলেন, ‘এখানে পারফর্ম করে গেলে অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটে বাড়তি আত্মবিশ্বাস থাকে। চেষ্টা করব অন্যান্য বারের মতো এবারও ভালো কিছু করার। যেন আত্মবিশ্বাসটা কাজে দেয়। সব দলই শক্ত। ছোট দল বড় দল এভাবে চিন্তা করিনা। যাদের বিপক্ষে খেলা হোক না কেন চেষ্টা করব ভালো করতে।’