বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসি ম্যাজিকে উরুগুয়েকে পাত্তাই দিল না আর্জেন্টিনা

  •    
  • ১১ অক্টোবর, ২০২১ ০৭:৩০

আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে স্বাগতিক দল ৩-০ গোলে হারায় উরুগুয়েকে। দলের হয়ে গোল করেন মেসি, রদ্রিগো দে পল ও লাউতারো মার্তিনেস।

বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলে নিজেদের দারুণ ফর্ম ধরে রেখেছে আর্জেন্টিনা। প্যারাগুয়ের সঙ্গে ড্র করার পর উরুগুয়েকে সহজে হারায় কোপা আমেরিকা জয়ীরা।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে স্বাগতিক দল ৩-০ গোলে হারায় উরুগুয়েকে। দলের হয়ে গোল করেন মেসি, রদ্রিগো দে পল ও লাউতারো মার্তিনেস।

আর্জেন্টিনার ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে দর্শকদের স্বস্তি দিয়ে মাঠে নামেন লিওনেল মেসি। আলবিসেলেস্তের অধিনায়ক আগের ম্যাচে চোট নিয়ে খেলেছেন।তাই তার একাদশে শুরু করা নিয়ে কিছুটা সন্দেহ ছিল।

ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে দূর হয় সব সন্দেহ। বরাবরের মতো আর্জেন্টিনার কেন্দ্রে ছিলেন মেসি। সব আক্রমণের উৎসই ছিলেন ছয়বারের ব্যালন ডর জয়ী এই তারকা।

ম্যাচের শুরুটা ভালো করে উরুগুয়ে। ছয় মিনিটে লুইস সুয়ারেসের শট ঠেকান আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস।

রিবাউন্ডে নেয়া ফেদেরিকো ভালভের্দের শটও ঠেকিয়ে দেন তিনি।

মিনিট দুয়েক পর মেসির বাড়ানো বল উরুগুয়ের পেনাল্টি বক্সে খুঁজে পায় জিওভানি লো সেলসোকে। বক্সের ভেতর থেকে শট নিলেও লক্ষ্যভেদ করতে পারেননি টটেনহ্যামে খেলা এই মিডফিল্ডার।

২১ মিনিটে আবারও আর্জেন্টিনাকে সুরক্ষিত রাখেন মার্তিনেস। লুইস সুয়ারেসের বক্সের ভেতর থেকে নেয়া বিপজ্জনক সিজার কিক ঠেকিয়ে দেন।

ভাগ্য ভালো ছিল না সুয়ারেসের। বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকার উরুগুয়েকে এগিয়ে নেয়ার মোক্ষম সুযোগ পান ২৮ মিনিটে। কিন্তু ক্রসবারে লাগে তার শট।

৩৮ মিনিটে অবিশ্বাস্যভাবে এগিয়ে যায় আর্জেন্টিনা। বক্সের ডান প্রান্ত দিয়ে বাঁ পায়ে চিপ করেন মেসি। উদ্দেশ্য ছিল লাউতারো মার্তিনেস।মেসির চিপ উরুগুয়ের পেনাল্টি বক্সে ড্রপ খাবার পর ডিফেন্ডার দিয়েগো গোদিন ও গোলকিপার ফার্নান্দো মুসলেরাকে বোকা বানিয়ে জালে জড়ায়।

এই গোল করে প্রথম দক্ষিণ আমেরিকান খেলোয়াড় হিসেবে ৮০টি আন্তর্জাতিক গোলের মালিক বনে যান লিওনেল মেসি।

মিনিট ছয়েক পর আর্জেন্টিনার দ্বিতীয় গোলের কারিগরও ছিলেন মেসি। এবারও লাউতারোর উদ্দেশ্যে চিপ করেন আর্জেন্টিনা অধিনায়ক। সেই বল ভলি করার চেষ্টা করেন লাউতারো।

ভলি করতে ব্যর্থ হলে বক্সে চলে আসা রদ্রিগো দে পল আলগা বল নিয়ন্ত্রণে নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন স্বাগতিক দলের।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও অব্যাহত ছিল মেসির জাদু।

প্রথম দুই গোলের মতো তিন নম্বরটির উৎসও ছিলেন এই আর্জেন্টাইন তালিসমান। উরুগুয়ের বক্সে বলের দখল নেন তিনি।

ডিফেন্সকে বোকা বানিয়ে বল ছাড়েন ডান প্রান্ত দিয়ে বক্সে প্রবেশ করা দে পলের উদ্দেশে।

দে পল ফার্স্ট টাচে বল পাঠিয়ে দেন অন্য প্রান্তে থাকা লাউতারো মার্তিনেসের কাছে। কাছ থেকে বল জালে জড়াতে ভুল করেননি ইন্টার মিলানের এই স্ট্রাইকার।

অভিজ্ঞ স্ট্রাইকার এদিনসন কাভানিকে বদলি হিসেবে নামিয়েও বাকি সময়ে গোলের দেখা পায়নি উরুগুয়ে। ফলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই জয়ে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে কনমেবোল অঞ্চলে দুইয়ে থাকল আর্জেন্টিনা। শীর্ষে থাকা ব্রাজিলের সঙ্গে তাদের পয়েন্ট পার্থক্য ছয়। কনমেবোল অঞ্চলে ব্রাজিল ও আর্জেন্টিনা এখনও অপরাজিত।

শুক্রবার পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের অক্টোবর রাউন্ডের খেলা শেষ করবে আর্জেন্টিনা। একই দিন উরুগুয়ে খেলবে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে।

এ বিভাগের আরো খবর