বিশ্বকাপ বাছাইপর্বে দুই দিনের বিরতির পর আবারও মাঠে নামছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের জায়ান্টরা। সোমবার ভোরে নামছে অঞ্চলের দুই সেরা দল ব্রাজিল ও আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় ভোর তিনটায় কলম্বিয়ার বোগোতায় স্বাগতিক দলের বিপক্ষে নামছে ব্রাজিল। আর আড়াই ঘণ্টা পর বুয়েনোস আইরেসে উরুগুয়ের মোকাবিলা করবে মেসির আর্জেন্টিনা।
কলম্বিয়ার বিপক্ষে নামার আগে সুখবর ছিল ব্রাজিল ক্যাম্পে। টানা দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় এক ম্যাচের সাসপেনশনের শাস্তি কাটিয়ে একাদশে ফিরছেন সেলেকাওদের সবচেয়ে বড় তারকা নেইমার।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে একেবারে দুর্ধর্ষ ফর্মে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নয় ম্যাচের সবগুলোতে জিতে ২৭ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে।
ডাগআউট থেকে ভেনিজুয়েলার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ দেখছেন নেইমার। ছবি: এএফপি
তবে রাদামেল ফালকাও ও হুয়ান কুয়াদ্রাদোর কলম্বিয়ার বিপক্ষে সাম্প্রতিক সময়ে ব্রাজিলের খুব বেশি জয় নেই। শেষ ১২ ম্যাচে পাঁচবার তারা হারাতে পেরেছে কলম্বিয়াকে।
ব্রাজিলের মতো অপরাজত থাকলেও পূর্ণ পয়েন্ট তুলে নিতে পারেনি আর্জেন্টিনা। নয় ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। চার ম্যাচ ড্র করেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।
তবে তাদের জন্য স্বস্তির খবর চোটের শঙ্কা কাটিয়ে শনিবার দলের সঙ্গে পূর্ণ অনুশীলন করেছেন লিওনেল মেসি। প্যারাগুয়ের বিপক্ষে চোট নিয়ে খেলেছিলেন আলবিসেলেস্তে অধিনায়ক।
উরুগুয়ের বিপক্ষে নামার আগে পুরো সুস্থ আছেন তিনি, নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি।
স্কালোনির জন্য মাথাব্যাথা অবশ্য লাউতারো মার্তিনেস ও মারকোস আকুনিয়ার ফিটনেস নিয়ে। দলে একাধিক বিকল্প রয়েছে বলে সাংবাদিকদের জানান স্কালোনি।
উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে আর্জেন্টিনা স্কোয়াড। ছবি: টুইটার
তিনি বলেন, ‘যেই খেলুক আমরা স্বস্তিতে আছি কারণ দলের সবার পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট। কাল (রোববার) দুপুরের আগে আমি দল নিশ্চিত করব না। লাউতারো আর আকুনিয়ার খেলা নির্ভর করছে তাদের সেরে ওঠার ওপর। পুরো নিশ্চিত নই তারা দুইজন থাকবে কিনা। কারণ দুপুরে দেখব কে কেমন অবস্থায় আছে তারপর সিদ্ধান্ত নেব।’
সাম্প্রতিক পরিসংখ্যানে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা। সবশেষ ১১ ম্যাচে মাত্র একবারই মেসির দলকে হারাতে পেরেছে সুয়ারেস-কাভানির উরুগুয়ে।