চলতি বছরের ব্যালন ডরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। বরাবরের মতো তালিকায় ফেভারিট আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
এ বছর দুর্দান্ত সময় কাটিয়েছেন মেসি। দেশ ও ক্লাবের জার্সিতে ৪৬ ম্যাচে ৩৭ গোলের পাশাপাশি ১৪টি গোলে অ্যাসিস্ট করেছেন ফুটবলের এই মহাতারকা।
বার্সেলোনার হয়ে জিতেছেন কোপা দেলরে।
কাঙ্ক্ষিত কোপা আমেরিকার শিরোপা জিতেছেন আর্জেন্টিনার জার্সিতে। হয়েছেন টুর্নামেন্টসেরা।
এই সাফল্য ব্যালন জয়ের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রাখবে এই মহাতারকাকে।
তবে এই ব্যালন জয়ে বেশ কয়েকজন শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে বলে মনে করছেন মেসি। এই দৌড়ে ইউরোপের শীর্ষ চার ফুটবলারের নাম উল্লেখ করেছেন তিনি।
ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমার দলের দু জন আছেন যাদের আমি ভোট দেব। তারা হলেন নেইমার ও এমবাপে।
‘লেভানডোভস্কি ও কারিম বেনজেমাও এ বছর দারুণ একটা মৌসুম কাটিয়েছেন।’
নেইমার ও এমবাপেকে যে ভোট দিচ্ছেন তার বক্তব্যেই এটা স্পষ্ট। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে তৃতীয় ভোটটা কাকে দেবেন তা নিয়ে চলছে জল্পনা।
এটা পেতে পারেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালডো। যদিও ফেভারিট হিসেবে এবার রোনালডোর চেয়ে বেনজেমা ও লেভানডোভস্কিকে এগিয়ে রাখছেন তিনি।
সাক্ষাৎকারে ব্যালন পাওয়ার ক্ষেত্রে দলীয় ট্রফিকে গুরুত্ব দিয়েছেন মেসি।
তিনি বলেন, ‘দলীয়ভাবে আপনি কী করেছেন সেটাই ব্যালন জেতার পক্ষে কাজ করে। পরে ব্যালন জেতার ক্ষেত্রে ওজন বাড়িয়ে দেয় চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো বা কোপার শিরোপা।’
আগামী ২৯ নভেম্বর ঘোষণা হবে বিজয়ীর নাম।
এখন পর্যন্ত সর্বাধিক ব্যালন ডর জয়ের রেকর্ডটি লিওনেল মেসির। ছয়বার শিরোপাটি নিজের করে নিয়েছেন তিনি। দ্বিতীয় অবস্থানে পর্তুগিজ তারকা রোনালডো। তার ঝুলিতে ৫টি।