বিসিবি পরিচালক পর্ষদের নির্বাচনে প্রত্যাশিত জয় পেয়েছেন সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। কাট্যাগরি-১ এ জিতেছেন নাঈমুর রহমান দুর্জয় ও তানভীর টিটু। তবে রাজশাহী বিভাগে হেরে গেছেন খালেদ মাসুদ পাইলট।
রাজশাহী বিভাগে মাসুদকে ৭-২ ভোটে হারান সাইফুল আলম স্বপন।
ক্যাটাগরি-২ থেকে প্রত্যাশিত জয় পেয়েছেন ১২ ক্লাব পরিচালক। নাজমুল হাসান পাপন, ওবেদ নিজাম, গাজী গোলাম মর্তুজা, নজিব আহমেদ, মাহবুব আনাম, সালাউদ্দিন চৌধুরী, ইফতেখার রহমান, ইসমাইল হায়দার মল্লিক, মঞ্জুর কাদের, মঞ্জুর আলম, এনায়েত হোসেন, মঞ্জুর আলম ও ফাহিম সিনহা।
ক্যাটাগরি -৩ এ খালেদ মাহমুদ সুজন ৩৭-৩ ভোটে হারিয়েছেন নাজমুল আবেদীন ফাহিমকে।
আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাত জন। তারা হলেন আ.জ.ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), এডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ) ও আলমগীর খান আলো (বরিশাল বিভাগ)।
২৩টি পদের জন্য মধ্যে সাতটি আগেই নির্ধারিত হয়ে যাওয়ায় ১৬টি পদে লড়াই হয়। যার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ২৪ জন।
২৩ পদের বাইরে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে পরিচালক হবেন দুই জন। এনএসসির মনোনয়ন পাওয়ায় আগের দুই পরিচালক মোহাম্মদ জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল ববি পরিচালক পদে আবারও বসতে যাচ্ছেন।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির অফিসে বুধবার সকাল ১০টায় শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকেল ৫টা পর্যন্ত।