জেমি ডেকে অব্যাহতি দিয়ে জাতীয় ফুটবল দলের দায়িত্ব অস্কার ব্রুজনের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। তার মতে, ‘ম্যানেজমেন্টে সমস্যা ছিল।’
এই সমস্যা থাকায় ভালো খেলোয়াড় থাকা সত্ত্বেও জাতীয় দল ভালো ফল করতে পারছিল না বলে জানিয়েছেন বাফুফে সভাপতি।
মঙ্গলবার সংবাদ মাধ্যমকে সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন তিনি।
কাজী সালাউদ্দিন বলেন, ‘কিরগিজস্তান থেকে আসার পরে আমি দেখলাম এই দল খারাপ না। ম্যানেজমেন্টে প্রবলেম হচ্ছিল। সেজন্য আমরা এই চেঞ্জটা করেছি (জেমির জায়গায় অস্কার ব্রুজনকে কোচ হিসেবে দায়িত্ব দেয়ার বিষয়টা)। বুঝতে পারছি এটা সঠিক সিদ্ধান্ত ছিল। কোচ ভালো প্লেয়াররাও ভালো।’
সাফ মিশনে এবার অস্কারের অধীনে শ্রীলঙ্কাকে হারানোর পর ভারতকে রুখে দেয় বাংলাদেশ। দলটা যে ভালো করবে এমন বিশ্বাস সবসময় ছিল বলে জানান তিনি। বাফুফে বস বলেন, ‘দলটা যে ভালো খেলবে এই বিশ্বাসটা আমরা সবসময় ছিল।’
কোচ হিসেবে অস্কারকে নিয়োগ দেয়ার আগে বৈঠকে বসেই সঠিক সিদ্ধান্ত নেয়ার বিষয়টি উপলব্ধি করেন তিনি। সালাউদ্দিন বলেন, ‘আমি আদতে ফুটবলার। অস্কারের সঙ্গে আলাপকালে বুঝলাম আমরা একই চিন্তা করছি। তখন আমি সিদ্ধান্ত নিলাম, অস্কারকে দায়িত্ব দেয়া যায়।’
অস্কারের জায়গায় নতুন কাউকে দায়িত্ব দিলে দল গোছাতে সমস্যা হতো বলে জানান তিনি। সালাউদ্দিন বলেন, ‘নতুন কোচ আনলে সমস্যা হতো। লকডাউন ছিল, অনেক ঝামেলা গেছে। ওই নতুন কোচ তো খেলাই দেখে নাই। সে কীভাবে গোছাবে!’
সাফে বাংলাদেশ দল নিয়ে প্রত্যাশা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমিতো জ্যোতিষ নই। যেটা আমি দেখেছি, বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচ জেতা উচিত। ফাইনালে খেলতে হলে নেপাল ও মালদ্বীপকে বিট করতে হবে। এই কাজটা আমার টিম পারবে। এটা খেলোয়াড়দের ওপরে যে তারা কতখানি চায় ফাইনালে খেলতে।
‘ফাইনাল খেলতে গেলে অপনেন্ট যে দুটো দেশ আছে আমার মনে হয় না তাদের হারানো কঠিন।’