বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফিরেই দারুণ সাকিব

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ অক্টোবর, ২০২১ ২৩:৪৩

সাকিব চার ওভার বল করেছেন। ২০ রান দিয়ে নিয়েছেন অভিষেক শর্মার উইকেট। ডট বল করেছেন ১০টি। বাউন্ডারি হজম করেছেন মাত্র একটি।

প্রথম চার ম্যাচে দর্শক হয়ে ছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বের শুরুতে বিশ্বসেরা অলরাউন্ডারকে প্রয়োজন পড়েনি তার ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)।

এমন এক দিনে মাঠে নামলেন সাকিব আল হাসান যেদিন আইপিলের ভেন্যু থেকে বহুদূরে পারিবারিক ঝামেলায় আছেন কেকেআরের মালিক।

মুম্বাই পুলিশ রোববার সকালে মাদক লেনদেরনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করে কেকেআরের মালিক শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে।

বলিউড সুপারস্টারের এমন বিপর্যয়ের দিনে, সাকিবের পারফরম্যান্স নিশ্চিত ভাবেই হাসি ফুটিয়ছে ম্যানেজমেন্ট ও কেকেআর সমর্থকদের মনে।

দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নামা সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সুযোগ পেয়ে বল হাতে জ্বলে ওঠেন সাকিব।

চার ওভার বল করেছেন। ২০ রান দিয়ে নিয়েছেন অভিষেক শর্মার উইকেট। ডট বল করেছেন ১০টি। বাউন্ডারি হজম করেছেন মাত্র একটি।

সাকিবের সঙ্গে সুনিল নারাইন ও টিম সাউদিদের কিপ্টে বোলিংয়ে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১১৫ এর বেশি করতে পারেনি সানরাইজার্স।

জবাবে ধীর গতিতে খেললেও, শেষ পর্যন্ত শুভমান গিলের হাফ সেঞ্চুরিতে দুই বল ও ছয় উইকেট অক্ষত রেখে চার উইকেটের জয় পায় কেকেআর।

এই জয়ে প্লে-অফে খেলার সম্ভাবনা ভালো ভাবেই বাঁচিয়ে রাখল কেকেআর।

এ বিভাগের আরো খবর