বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ম্যানইউকে জয় এনে দিলেন রোনালডো

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ সেপ্টেম্বর, ২০২১ ১১:১৭

প্রথমার্ধ থেকেই মাঠে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ভিয়ারিয়াল। আক্রমণ করলেও গোল বের করে আনতে পারেনি ম্যানইউ। গোল করতে পারেনি কোনো দলই। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে যায় দৃশ্যপট।

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে রোনালডোর শেষ মিনিটের গোলে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে লিগের ‘এফ’ গ্রুপের ম্যাচে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের মুখোমুখি হয়েছিল ইংলিশ জায়ান্টরা।

প্রথমার্ধ থেকেই মাঠে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ভিয়ারিয়াল। আক্রমণ করলেও গোল বের করে আনতে পারেনি ম্যানইউ। গোল করতে পারেনি কোনো দলই।

প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে ঘুরে যায় দৃশ্যপট।

পাকো আলকাসেরের গোলে ম্যাচের ৫৩ মিনিটে লিড নেয় ভিয়ারিয়াল। ঘরের মাঠে পিছিয়ে পড়ে খেলায় ফিরতে মরিয়া সমতায় ফেরে আলেক্স তেলেসের কল্যাণে।

গোল হজম করার ৭ মিনিট পর দুর্দান্ত এক গোলে রেড ডেভিলদের সমতায় ফেরান তেলেস।

ম্যাচের ৭৮ মিনিটে পগবার বদলিতে মাঠে নামেন কাভানি। এরপরই বদলে যায় ম্যানইউর খেলার চিত্র। বাড়তে থাকে আক্রমণের ধার। তবে গোলের দেখা না পাওয়ায় ফলাফল গড়াচ্ছিল ড্রয়ের দিকে। সেই ম্যাচে প্রাণ ফেরান ক্রিস্টিয়ানো রোনালডো ।

অতিরিক্ত সময়ের যোগ করা পঞ্চম মিনিটে জেস লিঙ্গার্ডের দুর্দান্ত এক পাসে জোরালো শটে জয়সূচক গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। সেই সঙ্গে উল্লাসে ভাসান ওল্ড ট্র্যাফোর্ডকে।

চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা রোনালডোর গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬টি।

দিনের অন্য ম্যাচে ইয়াং বয়েজকে ১-০ গোলে হারায় আতালান্তা। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা আছে গ্রুপ টেবিলের শীর্ষে। ইয়াং বয়েজ ও ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩ করে। ৪ নম্বরে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ১।

এ বিভাগের আরো খবর