বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এশিয়ার সেরা একাদশে বাংলাদেশের তিন ক্রিকেটার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ সেপ্টেম্বর, ২০২১ ১৫:০০

উইজডেন একাদশে জায়গা করে নেয়া তিন ক্রিকেটার হলেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মুস্তাফিজুর রহমান। সেরা একাদশে ভারতের রয়েছেন তিন ক্রিকেটার। একই সঙ্গে জায়গা মিলেছে তিন পাকিস্তানি ও দুই আফগান ক্রিকেটারের।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র‍্যাঙ্কিং বিবেচনা করে এশিয়ার সেরা একাদশ প্রকাশ করেছে উইজডেন ইন্ডিয়া। সেরা ১১ ক্রিকেটারের ভেতর ঠাঁই পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তিন ক্রিকেটার।

উইজডেন একাদশে জায়গা করে নেয়া তিন ক্রিকেটার হলেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান।

সেরা একাদশে ভারতের রয়েছেন তিন ক্রিকেটার। একই সঙ্গে জায়গা মিলেছে তিন পাকিস্তানি ও দুই আফগান ক্রিকেটারের।

উইজডেনের এই একাদশে ঠাঁই হয়নি শ্রীলঙ্কার কোনো ক্রিকেটারের।

ভারতের তিন ক্রিকেটার হলেন- রোহিত শর্মা, ভিরাট কোহলি ও জাসপ্রিত বুমরাহ। পাকিস্তান থেকে জায়গা করে নিয়েছেন ফখর জামান, বাবর আজম ও শাহিন আফ্রিদি। আর আফগানিস্তানের মোহাম্মদ নাবি ও মুজিব উর রহমান জায়গা পেয়েছেন এই একাদশে।

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন মুশফিকুর রহিম।

অপর দিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ওয়ানডের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে রয়েছেন শীর্ষে। আর বোলার হিসেবে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বর বোলার তিনি।

কাটার মাস্টার মুস্তাফিজ আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে রয়েছেন ১১তম অবস্থানে।

উইজডেন ইন্ডিয়ার বাছাইকৃত এশিয়ার সেরা ওয়ানডে একাদশ : ফখর জামান, রোহিত শর্মা, বাবর আজম, ভিরাট কোহলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ নাবি, শাহিন আফ্রিদি, মুজিব উর রহমান, জাসপ্রিত বুমরাহ ও মুস্তাফিজুর রহমান।

এ বিভাগের আরো খবর