বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিসিবির নির্বাচনে লড়বেন সাকিব-তামিমদের গুরু

  •    
  • ২৫ সেপ্টেম্বর, ২০২১ ১৫:২৫

শনিবার মনোনয়নপত্র কেনার শেষ দিনে ক্যাটাগরি-৩-এর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) হয়ে মনোনয়নপত্র কিনলেন নাজমুল আবেদীন ফাহিম। আসন্ন বোর্ড নির্বাচনে এবারে খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে লড়তে যাচ্ছেন সাকিব-তামিমদের গুরু।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন ৬ অক্টোবর। যত দিন গড়াচ্ছে, উত্তাপ বাড়ছে নির্বাচনের। আর এই উত্তাপ আরও বাড়িয়ে দিতেই যেন সবাইকে চমকে দিয়ে মনোনয়নপত্র কিনলেন সাকিব-তামিমদের গুরু নাজমুল আবেদীন ফাহিম।

শনিবার মনোনয়নপত্র কেনার শেষ দিনে ক্যাটাগরি-৩-এর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) হয়ে মনোনয়নপত্র কিনলেন কিংবদন্তি এই কোচ। বর্তমানে তিনি বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

মনোনয়নপত্র কিনে ফাহিম সাংবাদিকদের জানান, এবার পরিবর্তন এসেছে তার চিন্তায়। পলিসি লেভেলে কাজ করা জরুরি এবং সেই কাজ করতেই নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

‘আমি অনুধাবন করেছি যে, আমি বা আমাদের মতো যারা আছে তাদের বোধহয় পলিসি লেভেল থাকা উচিত। আমরা সত্যিকার ছবিটা তুলে ধরতে পারব পলিসি লেভেলে। আর সত্যিকার যে পরিবর্তনগুলো দরকার সেগুলো আনার চেষ্টা করব’, বলেন ফাহিম।

বিসিবির নির্বাচনে এর আগেও দুইবার কাউন্সিলর হিসেবে ছিলেন ফাহিম। তবে দুবারই অন্য কারও জন্য জায়গা ছেড়ে দিতে হয়েছে বলেই করা হয়নি তার নির্বাচন।

তবে আসন্ন বোর্ড নির্বাচনে এবারে খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে লড়তে যাচ্ছেন ফাহিম। বিষয়টি সুজনের সঙ্গে সাংঘর্ষিক হবে না বলেও জানান তিনি।

অভিজ্ঞ এই ক্রিকেট বিশ্লেষক বলেন, ‘সত্যি বলতে আমি এর আগেও দুইবার কাউন্সিলর ছিলাম, বিসিবিতে আসার আগে, যখন বিকেএসপিতে ছিলাম। আগেও সুযোগ হয়েছিল (নির্বাচন করার), তবে আরেকজনের জন্য সেক্রিফাইজ করেছিলাম জায়গাটা। আমার মনে হয়, এত দিন কাজ করার পর আমার ভালো ধারণা আছে বাংলাদেশের ক্রিকেটের জন্য কী করা দরকার। সেটাতে দৃষ্টি রেখেই আমি মিড লেভেলে কিছু কাজ করার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘এটা তো আসলে টক্কর না, এটা ভালো জিনিস যে আমরা যারা অংশ নিচ্ছি, তারা সবাই যোগ্য। আমার সঙ্গে সুজনের দেখা হয়েছে এবং তাকে আমি উইশ করেছি, সেও আমাকে উইশ করেছে। আমি আশা করি, একটা ভালো পরিবেশে নির্বাচনটা হবে। তার জন্য আমার শুভ কামনা থাকল। তার অবদান নিয়েও সন্দেহ নেই। অনেক বছর সে কাজ করছে।’

নির্বাচিত হলে কোন কোন জায়গা নিয়ে কাজ করবেন, সেটিও এ সময় সাংবাদিকদের জানান ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এই কোচ।

তিনি বলেন, ‘আমার যেহেতু অনেক লেভেলে কাজ করার সুযোগ হয়েছে, আমি জানি...ক্রিকেটকে ছড়িয়ে দেয়া।’

দেশের বহু ক্রিকেটারের এই গুরু বলেন, ‘ইনফ্রাসট্রাকচার বলেন, সব বিষয়ে আমরা যতটুকু করতে পারতাম, আমার মনে হয় না ততটুকু করতে পেরেছি। আমি যদি সুযোগ পাই এ জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করব।’

এ বিভাগের আরো খবর