বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুযোগ পেলে মেধা কাজে লাগাতে চান মাসুদ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৪ সেপ্টেম্বর, ২০২১ ১৬:৫০

জাতীয় দলকে ১৯৯৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত সার্ভিস দেয়া সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান তার ক্রিকেটের জ্ঞান ও ক্রিকেট উন্নয়নে করা কাজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান পরিচালক পদে বসে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন একেবারে দরজায়। অক্টোবরের ৬ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচিত এই নির্বাচন। নির্বাচনকে ঘিরে শুরু হয়ে গেছে নির্বাচনী প্রক্রিয়া।

শুক্রবার শুরু হয়েছে নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ। প্রথম দিনে পরিচালক পদের জন্য রাজশাহী বিভাগের হয়ে মনোনয়ন পত্র কিনেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।

জাতীয় দলকে ১৯৯৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত সার্ভিস দেয়া সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান তার ক্রিকেটের জ্ঞান ও ক্রিকেট উন্নয়নে করা কাজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান পরিচালক পদে বসে।

তিনি বলেন, ‘খুব ইচ্ছা ছিল ক্রিকেটের সঙ্গে কাজ করার। অবসরের পর থেকে মাঠে, তৃণমূল থেকেই কাজ করে আসছি। রাজশাহী বিভাগ থেকে মনোনয়নপত্র তুললাম। আশা করি নির্বাচন করব। রাজশাহী বিভাগের কাউন্সিলররা যদি সহায়তা করেন আশা করি বোর্ডে আসব। আশা করি অভিজ্ঞতা বোর্ডের সাথে ভাগাভাগি করতে পারব।’

একই সঙ্গে পরিচালক পদে বসলে রাজশাহীর ক্রিকেটের উন্নয়নে নিজের সেরাটা দিবেন বলেও জানান খালেদ মাসুদ।

তিনি বলেন, ‘রাজশাহী অঞ্চলে ক্রিকেটের অবকাঠামোর বাজে অবস্থা, খুবই দুঃখজনক। সব জেলায় খেলা হয় না। আম্পায়ার, কোচদের সুযোগ-সুবিধা কম। যদি রাজশাহীর ৮ জেলার কাউন্সিলররা আমাকে যোগ্য ব্যক্তি মনে করেন, আমি আমার ক্রিকেটের অভিজ্ঞতা বোর্ডের সঙ্গে ভাগ করতে চাই।

‘যেভাবে যাচ্ছি তা খুবই ধীর প্রক্রিয়া। আমার যে মেধা আছে তার পুরোটা প্রয়োগ করতে চাই। পুরো সময় আমি মাঠে কাটিয়েছি। প্রত্যেক মানুষ আশা করে আমরা কিছু একটা করব। সেই দায়িত্ববোধ থেকে আমার মনে হয়েছে এটাই সেরা সময়।’

জাতীয় দলের হয়ে এক যুগের ক্যারিয়ারে পাইলট খেলেছেন ৪৪ টি টেস্ট ও ১২৬ টি ওয়ানডে। দুই ফরম্যাট মিলিয়ে তার ব্যাট থেকে রান এসেছে ৩ হাজার ২৭৭।

শুক্রবার থেকে শুরু হওয়া মনোনয়ন পত্র বিতরণ চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ সেপ্টেম্বর বিকেল ৫টা। ২৮ সেপ্টেম্বর চলবে দাখিলকৃত মনোনয়ন পত্রের যাচাই বাছাই। বাছাইকৃতদের তালিকা প্রকাশ করা হবে সেদিন।

২৯ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে শুরু হনে মনোনয়নের বিষয়ে আপিল গ্রহণ। এরপর বেলা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত চলবে আপিলের শুনানী। ৩০ তারিখ সময় দেয়া হয়েছে মনোনয়ন পত্র প্রত্যাহারের। ওইদিন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

একই দিন বেলা তিনটায় পোস্টাল অথবা ই-ব্যালট প্রেরণ করা হবে ভোটারদের কাছে যা কিনা ৬ অক্টোবর ভোট গ্রহণ সমাপ্তির আগে অর্থাৎ বিকেল পাঁচটার মধ্যে জমা দিতে হবে রিটার্নিং অফিসারের কাছে।

৬ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হবে বিসিবি নির্বাচন। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। আর ৭ তারিখ প্রকাশিত হবে চূড়ান্ত ফলাফল।

এ বিভাগের আরো খবর