সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণার ঘণ্টা ছয়েক পর নতুন একজনকে দলভুক্ত করা হয়েছে।
ঢাকা আবাহনীর মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় প্রথমবারের মতো ডাক পেয়েছেন অস্কার ব্রুজনের জাতীয় দলে।
বুধবার রাতে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
আকাশী নীল জার্সিতে ২০১৯ সালে ঘরোয়া ফুটবলে পা রাখেন হৃদয়। প্রথম মৌসুমে প্রিমিয়ার লিগে একটি ম্যাচে খেলার সুযোগ পান তিনি। পরে সদ্য সমাপ্ত লিগে আবাহনীর জার্সিতে ১৫টি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন ১৯ বছরের এই উদীয়মান ফুটবলার।
বয়সভিত্তিক জাতীয় দলে এর আগে খেলেছেন হৃদয়। প্রথমবারের মতো লাল-সবুজে ডাক পেলেন নারায়ণগঞ্জের এই ফুটবলার।
হৃদয়সহ জাতীয় দলের স্কোয়াডে এবার সবমিলে আবাহনীর ছয়জন জায়গা করে নিয়েছেন।
এ ছাড়া দলে প্রিমিয়ার লিগের দল বসুন্ধরা কিংসের ১০ জন ফুটবলার, সাইফ স্পোর্টিং ক্লাবের চার, চট্টগ্রাম আবাহনীর দুই, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা এসকেসি ও উত্তর বারিধারার ক্লাবের একজন করে ফুটবলার সুযোগ পেয়েছেন।
সাফের জন্য বাংলাদেশের প্রাথমিক দল
গোলকিপার: আশরাফুল রানা, আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল।
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, মেহেদি হাসান, আতিকুজ্জামান, টুটুল হোসেন।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, রাকিব হোসেন, আতিকুর রহমান ফাহাদ, মানিক মোল্লা ও মোহাম্মদ হৃদয়।
ফরোয়ার্ড: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, মতিন মিয়া, জুয়েল রানা ও এলিটা কিংসলে।