বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেখ হাসিনা দাবার তৃতীয় দিন শেষে দুইয়ে জিয়া

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ সেপ্টেম্বর, ২০২১ ২১:৪৪

৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। জিয়ার সঙ্গে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন আরও পাঁচজন।

জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা শেষে শীর্ষে আছেন তিন দাবাড়ু। ভারতের আন্তর্জাতিক মাস্টার মিত্রভা গুহ, মোহাম্মদ নুবাইর শাহ শেখ ও সায়ন্তন ঘোষ তিনজনেরই সংগ্রহ তিন পয়েন্ট।

৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। জিয়ার সঙ্গে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন আরও পাঁচজন।

তৃতীয় দিন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়া জয় পান ভারতের আন্তর্জাতিক মাস্টার শুভায়ন কুন্ডুর বিপক্ষে। আরেক স্বাগতিক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ড্র করেন বেলজিয়ামের গ্র্যান্ডমাস্টার ভাদিম মালাখাটকোর সঙ্গে।

তৃতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মিত্রভা আন্তর্জাতিক মাস্টার নিলেশ সাহাকে হারান। আন্তর্জাতিক মাস্টার নুবাইর শাহ হারিয়েছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার অর্পিতা মুখার্জিকে। আর আন্তর্জাতিক মাস্টার সায়ন্তন ফিডে মাস্টার দেবরাজ চ্যাটার্জিকে পরাজিত করেন।

বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত নয় দিনের এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।

৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টার, নারী গ্র্যান্ডমাস্টার ও নারী আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জনের সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতায় ১৫ হাজার ডলার অর্থ পুরস্কার দেয়া হবে।

এ বিভাগের আরো খবর