আন্তর্জাতিক দাবা ফেডারেশনের কাছে দুটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন। করোনাভাইরাস মহামারির সময়ে নীতিমালা পরিবর্তন করে নতুন নিয়মে নর্ম অর্জনের প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দেয়া হয়েছে।
সোমবার রাজধানীর একটি হোটেলে ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্রা্যান্ড মাস্টার্স দাবা টুর্নামেন্ট’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এমনটা জানান বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
প্রস্তাবগুলো ব্যাখ্যা করে তিনি বলেন, ‘করোনার এই সময়ে দাবাড়ুরা আসতে পারেন না। ওরা বায়ো বাবলে থাকবে। আমাদের দাবাড়ুরা নিজেদের সঙ্গে খেলার পাশাপাশি ওদের সঙ্গে অনলাইনে খেলবে। নর্ম অর্জন করতে পারবে। সিসিটিভি থাকবে পর্যবেক্ষণের জন্য। লাইভ স্ট্রিমিং করতে পারব।’
অনলাইন হাইব্রিড টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে রেটিং বাড়ানো সম্ভব বলে জানান বেনজীর আহমেদ।
তিনি বলেন, ‘আমরা ফিদেকে প্রস্তাব করেছি। অনলাইন হাইব্রিড টুর্নামেন্টের মাধ্যমে কীভাবে নর্ম অর্জন করা যায়, সেই বিষয়ে নতুন নিয়ম করতে। আমরা নতুন নীতিমালা প্রস্তাব করেছি। আমরা মূলত ফেডারেশনের পক্ষ থেকে এবং সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের পক্ষ থেকে প্রস্তাব করেছি।
‘হাইব্রিড টুর্নামেন্ট করে যাতে নর্ম অর্জন করা যায়, সে বিষয়ে তাগিদ দিয়েছি।’
বাংলাদেশের এই প্রস্তাবে ফিদে সাড়া দিয়েছে বলে জানান তিনি।
বলেন, ‘তাদের কাছ থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত জেনেছি, ফিদে আমাদের প্রস্তাব বিবেচনায় নিয়েছে। এটা যদি অনুমোদন পায় তাহলে দাবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।’
এ সময় চলতি বছরে প্রথমবারের মতো স্কুল ও জেলা পর্যায়ে দাবা প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনি।
ফেডারেশনের সভাপতি বলেন, ‘আমরা দাবাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। তাই এ বছর স্কুল ও জেলা পর্যায়ে প্রথমবার দাবা প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছি।’
এই দুই টুর্নামেন্ট থেকে পাইপলাইন শক্তিশালী হবে বলে উল্লেখ করেন সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের এই সভাপতি। এই বছর প্রথমবারের মতো নারী দাবা লিগ শুরু করেছে ফেডারেশন এমনটা জানান সভাপতি।