ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে আবারও গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালডো। লন্ডন স্টেডিয়ামে এই গোলে রেকর্ড গড়লেন এই পর্তুগিজ সুপারস্টার। ইউরোপের শীর্ষ লিগগুলোতে ৬৬টি ভিন্ন স্টেডিয়ামে গোল করার কীর্তি গড়লেন সিআরসেভেন।
তার এই রেকর্ডময় দিনে লন্ডন স্টেডিয়াম থেকে শ্বাসরুদ্ধকর জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
লিগের অ্যাওয়ে ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারায় রেড ডেভিলরা।
এ জয়ে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে টপকে গেছে রোনালডোর দল। অপরাজিত থেকে পয়েন্ট লিভারপুলের পরে দুইয়ে উঠে গেছে ওলে গানার শোলস্কায়ারের বাহিনী।
ম্যাচটা জিতে ফেরাটা মোটেও সহজ ছিল না ইউনাইটেডের জন্য।
প্রথম ধাক্কাটা খায় অতিথি দল। ম্যাচের ৩০ মিনিটে সাইদ বেনরাহমার গোলে ঘরের মাঠে লিড নেয় ওয়েস্ট হ্যাম।
পিছিয়ে থাকা ইউনাইটেডকে পাঁচ মিনিট পর সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালডো। বক্সের ভেতর থেকে রিবাউন্ডে শট নিয়ে বল জালে জড়ান সিআরসেভেন।
রেড ডেভিলদের জার্সিতে গত তিন ম্যাচে চার গোল করলেন পাঁচবারের ব্যলন ডরজয়ী।
ম্যাচের একেবারে অন্তিম সময়ে, ৮৯ মিনিটে জেসে লিনগার্ডের দুর্দান্ত গোলে প্রথমবার লিড নেয় ইউনাইটেড। এরপরও পয়েন্ট হারাতে বসেছিল তারা।ম্যাচের ইনজুরি সময়ে ওয়েস্ট হ্যামের মার্ক নোবলের নেয়া পেনাল্টি দারুণভাবে রুখে দেন ইউনাইটেড গোলকিপার ডাভিড ডে হেয়া।
দলকে পূর্ণ তিন পয়েন্ট উপহার দেন এই অভিজ্ঞ গোলকিপার। শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রোনালডোরা।