বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জিয়া-রাজীবের জয়ের দিনে নাসিরের চমক

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৯ সেপ্টেম্বর, ২০২১ ২১:৩০

প্রথম রাউন্ডে ভারতের গ্র্যান্ডমাস্টার দীপ সেন গুপ্তকে হারিয়ে দেন বাংলাদেশের ফিদে মাস্টার নাসির আহমেদ। রাজীব স্বদেশি আন্তর্জাতিক মাস্টার দেলোয়ার হোসেনকে হারান। স্বদেশি স্বর্ণাভো চৌধুরীকে হারান গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।

জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টারস দাবা টুর্নামেন্টের শুরুর দিনটা ভালো গেছে বাংলাদেশের। প্রথম রাউন্ডে জয় পেয়েছেন দুই দেশি গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব।তবে প্রথমদিন চমক দেখান বাংলাদেশের ফিদে মাস্টার নাসির আহমেদ। ভারতের গ্র্যান্ডমাস্টার দীপ সেন গুপ্তকে হারিয়ে দেন নাসির।

আন্তর্জাতিক এ আয়োজনের প্রথম রাউন্ডের ম্যাচ ছিল রোববার। ফিদে মাস্টার নাসির সাদা ঘুঁটি নিয়ে ভারতের দীপ সেনের বিপক্ষে ইংলিশ ওপেনিং পদ্ধতিতে খেলা শুরু করেন ও পরবর্তীতে অ্যান্টি কাতালান ডিফেন্স ধারার খেলায় ৯০ চালের মাথায় জয়ী হন।

একই দিন জয় পেয়েছেন বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব। রাজীব স্বদেশি আন্তর্জাতিক মাস্টার দেলোয়ার হোসেনকে হারান। স্বদেশি প্রতিপক্ষ পান জিয়াউর রহমানও। প্রথম রাউন্ডে স্বর্ণাভো চৌধুরীকে হারাতে বেগ পেতে হয়নি এই গ্র্যান্ডমাস্টারের। জয় পান আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানও। নারী ক্যান্ডিডেট মাস্টার নোশিন আঞ্জুমকে হারান এই উঠতি তারকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে সোমবার। তবে বিভিন্ন রাউন্ডের খেলা রোববার থেকেই শুরু হয়েছে বিজয়নগরের হোটেল ৭১-এ।

বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত নয় দিনের এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে বর্ণাঢ্য এ আয়োজনের।

বাংলাদেশসহ ১০টি দেশের ১২ জন গ্র্যান্ডমাস্টার, ১৬ জন আন্তর্জাতিক মাস্টার ও তিনজন নারী আন্তর্জাতিক মাস্টার এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টার, নারী গ্র্যান্ডমাস্টার ও নারী আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জনের সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতায় ১৫ হাজার ডলার অর্থ পুরস্কার দেয়া হবে।

এ বিভাগের আরো খবর