মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা। বহুদিন পর সবুজ ঘাসে পা রেখে আবেগাপ্লুত হয়ে গেছেন জাতীয় ক্রিকেট দলের এই কিংবদন্তি। ফিরে গেছেন হাজারো স্মৃতিতে।
শনিবার চেনা ভুবনে বহুদিন পর ঘুরে গেলেন মাশরাফি। ছেলে সোহেল ও মেয়ে হুমায়রাকে নিয়ে কিছুক্ষণ সময় কাটিয়েছেন শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
দীর্ঘ সময় পর এখানে ফিরে পুরোনো স্মৃতিতে আকাশে ভেসে গেলেন ওয়ানডে ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।
সোশ্যাল মিডিয়ায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দুটি ছবি দিয়ে তিনি লেখেন, ‘অনেকদিন পর, যেখানে আমি থাকি...(বাড়ির ইমোজি)’।
সবশেষ ২০২০ সালের ৬ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন মাশরাফি। এর মধ্যে করোনার সংকট শুরু হলে জেলায় করোনা সংকট মোকাবিলায় ব্যস্ত থাকতে হয়েছে সাংসদ মাশরাফিকে। সময় কোথায় ফেরার!
মাঝে ই-কমার্স ইস্যুতে তার নাম জড়ানোর ঘটনায় কম বিভ্রাট যায়নি!
প্রায় দেড় বছর পেরিয়ে ফুরসত পেলেন মাশরাফি। চেনা ভুবনে এসে স্বস্তির পাশাপাশি শত স্মৃতিতে ফিরে গেছেন এই কিংবদন্তি ক্রিকেটার, ‘ফ্রেশ লাগছে এবং মনের ভেতরে অনেক স্মৃতি উঁকি দিচ্ছে।’
টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরে গেলেও আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ঘোষণা দেননি মাশরাফি।
এখন আপাতত সকল ব্যস্ততা রাজনীতি নিয়ে। সম্প্রতি আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছেন। তরুণ নেতৃত্বে দক্ষিণ এশিয়ার সেরা দশে জায়গা পেয়েছেন মাশরাফি। ‘দ্য ফোরাম অব ইয়াং গ্লোবাল লিডার্স’ এর তালিকায় দক্ষিণ এশিয়ার শীর্ষ দশে নির্বাচিত হন নড়াইল-২ আসনের এই সাংসদ।