সাফ চ্যাম্পিয়নশিপের মিশন সামনে রেখে জাতীয় দলের কোচ বদলে গেছে। জেমি ডেকে অব্যাহতি দিয়ে তার জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে অস্কার ব্রুজনকে। আগামী দুই মাস জেমির জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব বুঝে পাচ্ছেন ব্রুজন।
ঠিক বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে যখন এই আনুষ্ঠানিক ঘোষণা আসল তখন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলছিল অস্কার ব্রুজনের দল বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্রের ম্যাচ।
দিনের শুরু থেকে ধারণা করা হচ্ছিল হয় জেমিকে সরিয়ে নতুন কোচ হিসেবে হয় ঢাকা আবাহনীর কোচ মারিও লেমস বা কিংসের কোচ অস্কার ব্রুজনকে নিযুক্ত করতে পারে ফেডারেশন।
শেষ পর্যন্ত দেশের ফুটবলের পরিচিত মুখ কিংসকে ঘরোয়া ফুটবলের সিংহভাগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন করানো ব্রুজনকেই নির্বাচন করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।এ খবরের পরপরই সংবাদকর্মীরা ছুটে যান বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ম্যাচের দ্বিতীয়ার্ধ চলছিল তখন। অস্কারের প্রতিক্রিয়া নিতে ম্যাচ শেষ হওয়া অবধি অপেক্ষা ছাড়া উপায় নেই। শেখ রাসেলকে ১-০ ব্যবধানে হারায় কিংস।
সাংবাদিকদের চোখ আর ক্যামেরা যখন খুঁজে ফিরছিল নতুন কোচকে তখন ম্যাচ শেষে সোজা ড্রেসিং রুমে চলে যান কিংসের এই কোচ।
বিকেল পেরিয়ে সূর্যের আলো নিভে সন্ধ্যা গড়ালে তার দেখা মিলে।
জাতীয় দলের কোচের দায়িত্ব পাওয়ার খবরে তার প্রতিক্রিয়া জানতে চাইলে একদম নিশ্চুপ ছিলেন অস্কার। এখনই কোনো ধরনের মন্তব্য করতে নারাজ এই স্প্যানিশ কোচ।
অস্কার বলেন, ‘আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না। সামনের ২০ তারিখে বসুন্ধরা কিংসের শেষ ম্যাচটি আছে। তারপর মন্তব্য করব। তার আগে নয়।’
বাফুফে জানিয়েছে শনিবার এই কোচের সঙ্গে বৈঠকে বসবেন ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।
২০১৮ সালে বসুন্ধরা কিংসের দায়িত্ব নেন অস্কার ব্রুজন। সেবার দলকে স্বাধীনতা কাপ ও প্রিমিয়ার লিগের শিরোপা জেতান। পরের বছর ফেডারেশন কাপের শিরোপা জেতান। এ বছর ফেডারেশন ও প্রিমিয়ার লিগের শিরোপাও গেছে ব্রুজনের হাতে।
কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় কোনো দলের দায়িত্ব পেতে চলেছেন ব্রুজন।