বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অভিষেক রাঙাতে পারলেন না মেসি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ সেপ্টেম্বর, ২০২১ ০৯:৫৬

পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের দিনে মেসি ছিলেন না তার স্বরূপে। খেলেছেন নিজের ছায়া হয়ে। একই হাল এমবাপে ও নেইমারেরও। যার ফলে বিশ্বের সেরা আক্রমণভাগ নিয়েও ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পিএসজিকে।

আগে থেকেই ছিলেন নেইমার-এমবাপে। সেই সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছেন লিওনেল মেসি। এই তিন আক্রমণত্রয়ীও পারলেন না বেলজিয়ামের ক্লাব ব্রুগার বিপক্ষে জয় ছিনিয়ে আনতে।

চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে মেসির অভিষেকের ম্যাচে বুধবার রাতে ব্রুগার সঙ্গে ১-১ গোল ড্র নিয়ে মাঠ ছেড়েছে ফ্রেঞ্চ জায়ান্টরা।

অভিষেকের দিন মেসি ছিলেন না তার স্বরূপে। খেলেছেন নিজের ছায়া হয়েই। একই হাল এমবাপে ও নেইমারেরও। যার ফলে বিশ্বের সেরা আক্রমণভাগ নিয়েও ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পিএসজিকে।

এখন পর্যন্ত দুই দলের তিন দেখায় এটিই ব্রুগার সেরা অর্জন। এর আগে দুই ম্যাচের দুটিতেই হারতে হয়েছিলন বেলজিয়ানদের।

ব্রুগার মাঠে শুরু থেকে ফ্রেঞ্চ জায়ান্টরা বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও মাঠজুড়ে আধিপত্য বিস্তার করেছিল স্বাগতিকরা। তবে কম যাচ্ছিল না সফরকারীরাও। একের পর এক চালাতে থাকে আক্রমণ।

ম্যাচের ১৫ মিনিটের প্রথম লিড পায় সফরকারীরা। বাঁ দিক দিয়ে এমবাপে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি বক্সে কাটব্যাক করেন। সেখান থেকে নিখুঁত শটে জালের ঠিকানা খুঁজে নেন এন্ডার এরেরা।

২৩ মিনিটে পিএসজি পেয়েছিল লিড দ্বিগুণ করার দুর্দান্ত সুযোগ। ডান দিক দিয়ে হুট করে উঠে আসা মেসি দুর্দান্ত এক ক্রস পাস দেন এমবাপেকে। এমবাপে তাতে পা ছোঁয়ালেও বেরসিকের মতো দুর্দান্ত এক সেভ করে দলকে বিপর্যয়ের হাত থেকে উদ্ধার করেন ব্রুগা গোলরক্ষক সিমোন মিনোলে।

এরপর ২৭ মিনিটে পিএসজির বিপক্ষে দলের হয়ে প্রথমবারের মতো জালের ঠিকানা খুঁজে নিয়ে স্বাগতিকদের সমতায় ফেরান হানস ফানাকেন। এদুয়ার্দ সোবোলের পাস থেকে দুর্দান্ত এক শট করেন এই মিডফিল্ডার। সেই শট ডিফেন্ডারের পায়ে লেগে দিক বদলে জালের ঠিকানা খুঁজে নিয়ে সমতায় ফেরায় ব্রুগাকে।

২৯ মিনিটে ফের সুযোগ আসে সফরকারীদের, কিন্তু মেসির নেয়া সেই শট ক্রসবারের কোনায় লেগে চলে যায় সীমানার বাইরে।

এরপর হুট করেই ভোজবাজির ভেল্কিতে বদলে যায় ব্রুগা। একের পর এক আক্রমণে চেপে ধরে সফরকারীদের। প্রতিবারই পিএসজি রক্ষা পায় নাভাসের কল্যাণে।

বিরতির পর ম্যাচের ৪৯তম মিনিটে বড় একটি বিপদ এসেছিল পিএসজির কপালে। ব্রুগার স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির নেয়া দুর্দান্ত এক শট পিএসজির ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদল করে ফেলে। যার ফলে নিশ্চিত গোলের হাত থেকে বেঁচে যায় পিএসজি।

৫১ মিনিটের মাথায় চোটের কারণে বাধ্য হয়ে মাঠ ছাড়েন এমবাপে। তার পরিবর্তে মাঠে নেমেছিলেন ইকার্দি, কিন্তু তিনিও কাজে লাগাতে পারেননি কোনো সুযোগই।

ম্যাচের ৮০তম মিনিটে ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোরালো শট নিয়েছিলেন মেসি। দিকহারা হয়ে পোস্টের বেশ বাইরে দিয়ে উড়ে গিয়েছিল বলটি।

এরপর আর ম্যাচে ফেরা হয়ে ওঠেনি পিএসজির। শেষতক ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

দিনের অপর ম্যাচে লিভারপুল ৩-২ গোলে হারিয়েছে এসি মিলানকে আর ম্যানচেস্টার সিটি ৬-৩ গোলে জয় পেয়েছে লিপিজিগের বিপক্ষে। রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলানকে।

এ বিভাগের আরো খবর