আগামী মৌসুম থেকে সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন না ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। তাকে ছেড়ে দিচ্ছে দলটি। সাইফের সঙ্গে তিন বছরের সম্পর্কের ছেদ হতে চলেছে ইয়াসিনের।
বিষয়টি নিজেই বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন জাতীয় দলের এই ফুটবলার।
তিনি লেখেন, ‘দু:খের সঙ্গে জানাচ্ছি যে সাইফের সঙ্গে আমার যাত্রা শেষ হচ্ছে। সাইফের সঙ্গে আর থাকা হচ্ছে না আমার। এগিয়ে যেতে তারা নতুন কিছু চেষ্টা করছে সামনের মৌসুমে। যার ফলে এই পরিকল্পনায় আমি নেই। আমি চিরকৃতজ্ঞ দলটার কাছে। তাদেরকে শুভ কামনা জানাই।’
২০১৮-১৯ মৌসুমে সাইফের হয়ে চুক্তিবদ্ধ হন ইয়াসিন। তিন মৌসুমে এখনও পর্যন্ত লিগে ৫২ টি ম্যাচে নেমেছেন এই লেফট ব্যাক। করেছেন চারটি গোল। এই তিন বছরে সাইফ তার পরিবারের মতো হয়ে গিয়েছিল বলে উল্লেখ করেন ইয়াসিন।
এই ডিফেন্ডার লেখেন, ‘ক্লাবের সাবেক ও বর্তমান ম্যানেজমেন্ট, স্টাফ, খেলোয়াড়, কোচ, মেডিকেল টিম ও সবাই যারা আমাকে ও ক্লাবকে সমর্থন করে গেছেন তাদের ধন্যবাদ জানাই। ক্লাবটি আমার জন্য পরিবারের মতো ছিল। সেরা ক্লাবের উন্নতি করতে যারা কাজ করেছেন তাদের সবার জন্য আমি গর্বিত।’
২০১৯ সালে প্রথমবার ইয়াসিন আরাফাতের রিলিজ ক্লজ এক কোটি টাকা নির্ধারণ করা হয়। এতে করে বাংলাদেশের প্রথম রিলিজ ক্লজধারী ফুটবলারে পরিণত হন এই ফুটবলার। শুরু থেকেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ১৮ বছরের ইয়াসিন।
এই ডিফেন্ডার আরও লেখেন, ‘সবশেষে সমর্থক ও সাইফের মানুষদের ধন্যবাদ জানাই। শুরুর দিন থেকে আপনাদের উষ্ণতা পেয়েছি। সাইফকে আমার পরিবারের অংশ হিসেবে তৈরি হতে আপনারা সাহায্য করেছেন। প্রতিটি মিনিট এখানে উপভোগ করেছি ও সেরাটা দিয়েছি।’
সাইফ থেকে কোন ক্লাবে যাচ্ছেন তা এখনও জানাননি ইয়াসিন। তবে ধারণা করা হচ্ছে, বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতা থাকা তিন দল বসুন্ধরা কিংস, শেখ রাসেল বা শেখ জামালের যেকোনো একটি ক্লাবে যেতে পারেন এই ফুটবলার।