দেশের খেলোয়াড়দের কল্যাণে প্রধানমন্ত্রীর তরফ থেকে এক কোটি টাকারও বেশি অনুদান দেয়া হয়েছে।
বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এক কোটি দশ লাখ টাকার চেক, সঞ্চয়পত্র ও ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
সহায়তা প্রাপ্তদের মধ্যে ছিলেন প্রয়াত ফুটবলার বাদল রায়। তার স্ত্রী মাধুরী রায়ের হাতে ফ্ল্যাট ও ২৫ লাখ টাকার চেক তুলে দেন প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে একজন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি। আমার জানা নেই, বিশ্বের আর কোনো দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মতো এতোটা ক্রীড়া অন্তঃপ্রাণ কি না।
‘প্রধানমন্ত্রীর সার্বিক পৃষ্ঠপোষকতায় দুর্বার গতিতে এগিয়ে চলছে আমাদের ক্রীড়াঙ্গন। ক্রিকেট, আর্চারি, শুটিং, হকি, দাবা, সুইমিং ও ফুটবলসহ সকল খেলায় আমাদের খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক সাফল্য নিয়ে আসছেন।’
যুব বিশ্বকাপজয় সহ দেশের কিছু অর্জন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা অনুর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি। আমরা ধারাবাহিক ভাবে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় করছি। এসএ গেমসে রেকর্ড সংখ্যক স্বর্ণ পদক অর্জন করেছি।
‘আমাদের আর্চার রোমান সানা টোকিও অলিম্পিকে সরাসরি অংশগ্রহণ করেছেন। সেখানেও তিনি ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। স্পেশাল অলিম্পিকেও আমরা ভালো করেছি।’
সাফল্যের ধারাবাহিকতাতে এই আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
জাহিদ আহসান রাসেল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সুখে দুঃখে সবসময় খেলোয়াড়দের পাশে থাকেন। ক্রীড়ার উন্নয়নে বা যে কোনো খেলোয়াড় বা সংগঠকের কোনো সমস্যাতে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন।’