বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘পেনাল্টি বেশি নেন, এ কারণে রোনালডো সেরা’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ সেপ্টেম্বর, ২০২১ ১১:৪৫

নেভিল বলেন, তার চোখে মেসি অসাধারণ হলেও রোনালডো সর্বকালের সেরা। তবে রোনালডোকে মেসির চেয়ে পূর্ণাঙ্গ ফুটবলার মনে হয় তার কাছে।

ফুটবল বিশ্বে এটা বহু পুরনো তর্ক। মেসি না রোনালডো, কে সেরা? গত দেড় দশক পুরো ফুটবল বিশ্ব বিভক্ত মেসি বা রোনালডো ক্যাম্পে। এবারে তর্কে যোগ দিলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার গ্যারি নেভিল।স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে এই সাবেক ইংলিশ ফুটবলার বলেন, তার চোখে মেসি অসাধারণ হলেও রোনালডো সর্বকালের সেরা। তবে রোনালডোকে মেসির চেয়ে পূর্ণাঙ্গ ফুটবলার মনে হয় তার কাছে।নেভিল আরও বলেন, ‘রোনালডো তার দুর্বল পায়ে ৩০ থেকে ৪০ ভাগ গোল করে। পেনাল্টি থেকেও বেশি স্কোর করে। আন্তর্জাতিক গোলেও সে এগিয়ে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সে বেশি কার্যকরী।’১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালডো। আর ফেরার ম্যাচে নিউকাসলের বিপক্ষে জোড়া গোল করে জয় পাইয়ে দিয়েছেন দলকে।ম্যানচেস্টারজুড়ে এখন শুধু রোনালডো বন্দনা। প্রায় এক দশক শহরের আরেক ক্লাব ম্যানচেস্টার সিটির ছায়া হয়ে থাকা ইউনাইটেডের চোখে স্বপ্ন রোনালডোতে ভর করে হারানো শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার।গ্যারি নেভিল, ইয়ান রাইটের মতো সাবেক তারকারা বিশ্বাস করেন ইউনাইটেডে শিরোপা ফিরিয়ে আনতে পর্তুগিজ মহাতারকাই যোগ্য ব্যক্তি। তবে এর বিপরীত ধারণাও আছে।নেভিলের সঙ্গে স্কাই স্পোর্টসের অনুষ্ঠানে ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জেমি ক্যারাগারও। রোনালডো সেরা, এই দাবি উড়িয়ে দিয়েছেন ক্যারাগার। মেসির সঙ্গে রোনালডোর তুলনাই নেই মনে করেন সাবেক এই লিভারপুল গ্রেট।বলেন, ‘মেসির গোলের রেকর্ড রোনালডোর চেয়ে ভালো। মেসি একটা খেলা নিয়ন্ত্রণ করতে পারে, যেটা রোনালডো পারবে না। খেলোয়াড় হিসেবে মেসি এমনসব করে যা মাঝেমধ্যে অবিশ্বাস্য ঠেকবে। রোনালডো যা করে তা অন্যরাও করতে পারে। মেসি যা করে সেটা আর কখনই কেউ করেনি।’আধুনিক সময়ের এই দুই গ্রেট নামছেন চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে। মঙ্গলবার রাত পৌনে ১১টায় রোনালডোর ইউনাইটেড নামছে সুইজারল্যান্ডের ইয়ং বয়েজের বিপক্ষে।পরদিন রাত ১টায় মেসির প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) খেলবে বেলজিয়ামের ক্লাব ব্রুজের বিপক্ষে।

এ বিভাগের আরো খবর