বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসিকে ছাড়া আবার বায়ার্নের সামনে বার্সা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০৯:৩৫

ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে বার্সা পাচ্ছে না সার্হিও আগুয়েরো, মার্টিন ব্র্যাথওয়েট ও উসমান ডেম্বেলেকে। একই সঙ্গে শঙ্কা রয়েছে হোর্দি আলবা ও সার্জিনো ডেস্টকে নিয়ে।

২০২০ সালের ১৪ আগস্টের রাতটা বার্সেলোনা সমর্থকরা স্মৃতি থেকে মুছে দিতে পারবেন না কখনো। ওই রাতেই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে ৮ গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছিল স্প্যানিশ জায়ান্টদের।

সেই ৮-২ গোলে হারের দগদগে ক্ষতটা এখনও পোড়ায় বার্সেলোনাকে। ওই ম্যাচের পর থেকে এখন পর্যন্ত প্রতিশোধ নিতে বায়ার্নকে নাগালে পায়নি কাতালানরা।

এক বছর পর অবশেষে প্রতিশোধের সুবর্ণ এক সুযোগ এসেছে বার্সার কাছে। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ন্যু ক্যাম্পে মুখোমুখি হতে যাচ্ছে দুই জায়ান্ট।

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় বুধবার রাত একটায় মাঠে নামবে দুই দল।

দুই দলের সাম্প্রতিক পরিসংখ্যান এগিয়ে রাখছে বায়ার্ন মিউনিখকে। শেষ পাঁচ ম্যাচের সবকটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বাভারিয়ানরা। অপরদিকে বার্সার তিন জয়ের পাশাপাশি রয়েছে এক হার ও এক ড্র।

এখন পর্যন্ত দুই দলের তিন দেখায় দুটিতে জয় পেয়েছে বায়ার্ন। ২০১৫ সালের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে ঘরের মাঠে একমাত্র জয় পায় বার্সা। এরপর দ্বিতীয় লেগে ৩-২ গোলে হারতে হয় স্প্যানিশদের। সর্বশেষ ঘরের মাঠে বার্সাকে ৮-২ গোলে বিধ্বস্ত করে বায়ার্ন।

ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে বার্সা পাচ্ছে না সার্হিও আগুয়েরো, মার্টিন ব্র্যাথওয়েট ও উসমান ডেম্বেলেকে। একই সঙ্গে শঙ্কা রয়েছে হোর্দি আলবা ও সার্জিনো ডেস্টকে নিয়ে।

বায়ার্ন শিবিরেও রয়েছে ইনজুরি। ইনজুরির কারণে দলে থাকছেন না করেনটিন টোলিসো। চোটের কারণে মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছে কিংসলে কোমান ও সার্জ জিনাব্রির।

১৭ বছর পর লিওনেল মেসিকে ছাড়া চ্যাম্পিয়নস লিগে নামতে যাচ্ছে বার্সেলোনা। বার্সেলোনার আইকন নামছেন পরদিন পিএসজির জার্সিতে।

বায়ার্ন মিউনিখের কাছে আট গোল হজমের ম্যাচে মেসিও ছিলেন। নিজেদের ইতিহাসের সেরাকে ছাড়া বড় পরীক্ষা দিয়েই ইউরোপিয়ান মৌসুম শুরু করতে যাচ্ছে রোনাল্ড কুমানের দল

আর নতুন কোচ ইউলিয়ান নাগেলশমানের অধীনে এটাও বায়ার্নের প্রথম চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। যে কারণে ফ্যানদের কাছে ম্যাচটি পাচ্ছে বাড়তি মাত্রা।

এ বিভাগের আরো খবর