দীর্ঘদিন ধরে নাক ও নাভীর পীড়াসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার শেখ রবিউল ইসলাম। সেই সঙ্গে অসুস্থ ছিলেন তার বৃদ্ধ মা। তাদের সাহাযার্থে পাশে দাঁড়িয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সোমবার অসুস্থ এই ক্রিকেটারের এবং তার মায়ের চিকিৎসার জন্য ২ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এম.পি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
চেক প্রদানের সময় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় আমাদের খেলোয়াড়দের যেকোনো দুরবস্থায় পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতেও আমাদের আন্তরিক এ প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত থাকবে।’
২০১০-২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে ৯টি টেস্ট ম্যাচ, ৩টি ওয়ানডে এবং একটি টি-টৌয়েন্টি ম্যাচ খেলেছিলেন রবিউল। এর ভেতর জিম্বাবুয়ের সফরে টেস্ট সিরিজে ১৫টি উইকেট শিকার করে ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন তিনি, যা দেশের বাইরে এখনও পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে একটি অনন্য রেকর্ড।
ক্রীড়া সংশ্লিষ্টদের বিপদে ক্রীড়া মন্ত্রণালয়ের এগিয়ে আসা এটিই প্রথমবারের মতো নয়। আম্পায়ার নাদির শাহের চিকিৎসার জন্য মৃত্যুর তিন দিন পূর্বে ২ লাখ টাকা সহায়তা দেয়া হয় বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে।
এ ছাড়া, এখন পর্যন্ত ৬ হাজার ৬১৯ জন দুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের জন্য ১১ কোটি ৯২ লক্ষ ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে ফাউন্ডেশনের পক্ষ থেকে।