আগামী মৌসুম সামনে রেখে দল গোছানো শুরু করেছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দলের আক্রমণে ধার বাড়াতে এবার ব্রাজিলের জাতীয় দলে খেলেছেন এমন এক ফুটবলারকে নিতে চলেছে ক্লাব কর্তৃপক্ষ।
এরই মধ্যে ব্রাজিলের ফুটবলারের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফেলা হয়েছে বলে জানায় ক্লাব ম্যানেজমেন্ট।
কিংস জানিয়েছে, ব্রাজিলের জাতীয় দলে দুই-এক বছর আগে খেলেছেন এমন এক জনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কিংস। নেইমারদের সাবেক এই সতীর্থকে দলে পেতে আশাবাদী চ্যাম্পিয়নরা। নাম এখনই প্রকাশ করতে চাইছে না তারা।
এই ব্রাজিলিয়ানকে পেতে আশার কথা জানান ক্লাবের সভাপতি ইমরুল হাসান। নিউজবাংলাকে বলেন, ‘আমরা তাকে পাওয়ার বিষয়ে আশাবাদী। সব কিছু চূড়ান্ত হলে আপনাদের জানাব।’
নতুন মৌসুমে আর্জেন্টাইন ফুটবলার রাউল বেসেরাকে ছেড়ে দিচ্ছে ক্লাব। তার বদলে দলে সংযোজন হতে পারেন এই ব্রাজিলিয়ান।
দলে আরেকজন ব্রাজিলিয়ান অন্তর্ভুক্ত হলে সেলেকাও ত্রয়ী নিয়ে খেলবে কিংস। দলে রয়েছেন দুই ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ ও রবসন রবিনিয়ো।
ঘরোয়া ফুটবলে সব আসরে অর্জন সমৃদ্ধ হলেও এএফসি কাপে ব্যর্থ হওয়ায় কোচ অস্কার ব্রুজনেরও বিকল্প ভাবছে ক্লাব কর্তৃপক্ষ।
ইমরুল বলেন, ‘কিংসের কোচ হবার পর ঘরোয়া প্রায় সব ট্রফি জিতেছে অস্কার ব্রুজন। তিনি আমাদের সঙ্গে থাকতে চান। তবে আমাদের ভাবার কিছু বিষয় আছে। লিগের বাকি তিন ম্যাচ শেষ হলে আমরা তার সঙ্গে বসব।’
লিগের বাকি তিন ম্যাচ খেলতে আগামী রোববার মাঠে নামছে কিংস। এএফসি কাপের জন্য লিগের তিন ম্যাচ খেলা হয়নি দলটির। জাতীয় দলের ফুটবলাররা ক্যাম্পে ফেরায় তাদের নিয়ে লিগ শেষ করতে চায় ব্রুজনের বাহিনী।