প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও ছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা ছবি পোস্ট করে সাকিব লেখেন, ‘বিসিবি সভাপতি পাপন ভাইকে নিয়ে সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারাটা দারুণ সম্মানের বিষয়।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে আজ রাতেই দেশ ছাড়ছেন সাকিব। বিশ্বকাপের আগে আর দেশে ফিরবেন না।
দেখা করতে যাওয়ার কারণ না জানালেও, বিশ্বকাপে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে শেষবার সৌজন্য সাক্ষাতের জন্য গণভবন যেতে পারেন সাকিব।
এর আগে একাধিকবার প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
আইপিএলের দ্বিতীয় অংশ হচ্ছে আরব আমিরাতে, যেটি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেরও ভেন্যু।
ফলে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সাকিব আল হাসানের সঙ্গে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছে বিসিবি।
আইপিএলে সাকিব আল হাসান খেলছেন কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজুর রহমান খেলছেন রাজস্থান রয়্যালসে।
সাকিবদের প্রথম ম্যাচটি হবে ২০ সেপ্টেম্বর। কোহলির দল বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। অন্যদকে মুস্তাফিজের দল রাজস্থান রয়্যালস খেলবে ২১ সেপ্টেম্বর পাঞ্জাব কিংসের বিপক্ষে।