সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। শেষ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লেইথাম।
সিরিজ এরই মধ্যে ৩-১ ব্যবধানে জিতে নেয়ায় একাদশে একাধিক পরিবর্তন করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার বিসিবি জানিয়েছিল সাকিব আল হাসান খেলবেন না ম্যাচে। বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে বিশ্রাম দেয়া হয়েছে সাইফউদ্দিন, মাহেদী হাসান ও মুস্তাফিজুর রহমানকে।
এদের বদলে দলে এসেছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ, শামীম পাটোয়ারী ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড দলে চোটের কারণে নেই টম ব্লান্ডল। খেলছেন না হ্যামিশ বেনেট ও ব্লেয়ার টিকনার।
তাদের জায়গায় একাদশে এসেছেন জ্যকব ডাফি, বেন সিয়ার্স ও স্কট কুগেলেইন।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: রাচিন রাভিন্দ্রা, ফিন অ্যালেন, উইল ইয়ং, টম লেইথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, স্কট কুগেলেইন, কোল ম্যাককঞ্চি, আজাজ প্যাটেল, জ্যাকব ডাফি ও বেন সিয়ার্স।