বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্কোয়াডে নাম দেখে মাকে ফোন করেন শরিফুল

  •    
  • ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৩:৪৮

শরিফুল ইসলাম লাইমলাইটে আসেন ২০২০ সালের শুরুতে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জিতে। ওই টুর্নামেন্টে বাংলাদেশের অন্যতম সেরা বোলার ছিলেন এই পেইসার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন পেইসার শরিফুল ইসলাম। প্রথমবারের মতো বিশ্বকাপের দলে ডাক পাওয়ায় তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জে বইছে আনন্দের জোয়ার।শরিফুলের এমন অর্জনে উচ্ছ্বসিত তার বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার থেকে তার বাড়িতে চলছে মিষ্টি বিতরণ৷পঞ্চগড়ের সব মানুষের পাশাপাশি দেশবাসীর কাছে ছেলের জন্য দোয়া চেয়েছেন ক্রিকেটার শরিফুলের বাবা দুলাল মিয়া ও মা বুলবুলি বেগম।নিউজবাংলাকে দুলাল মিয়া বলেন, ‘আমার ছেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছে, এতে আমি অনেক আনন্দিত। আমার ছেলের স্বপ্ন পূরণ হয়েছে। আমি দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই। আশা করি ছেলে যেন বিশ্বকাপে ভালো খেলা উপহার দিতে পারে।’বিশ্বকাপ দলে নিজের নাম দেখে শরিফুল সবার আগে ফোন করেন মা বুলবুলি বেগমকে। ছেলের আনন্দে ভেসে যাচ্ছেন মা।তিনি বলেন, “দুপুরে শরিফুল ফোন করে বলল, ‘মা আমি বিশ্বকাপে ডাক পেয়েছি’। খবর শোনামাত্র আমার আনন্দে বুকটা ভরে গেছে। আমার ছেলের এত দিনের কষ্ট আজ সার্থক হয়েছে। আমি নামাজ পড়ে ছেলের জন্য দোয়া করি। দেশের জন্য ভালো কিছু উপহার দিতে পারে।”শরিফুল ইসলাম লাইমলাইটে আসেন ২০২০ সালের শুরুতে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জিতে। ওই টুর্নামেন্টে বাংলাদেশের অন্যতম সেরা বোলার ছিলেন এই পেইসার।বিশ্ব মঞ্চের পর আবারও সবার নজর কাড়েন বছর শেষের বিসিবি আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। টুর্নামেন্টের ১০ ম্যাচে শরিফুল শিকার করেন ১৬ উইকেট। এই ধারাবাহিকতাই তাকে জায়গা করে দেয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে।তারপর থেকে দলের নিয়মিত সদস্য এই ২০ বছরের বাঁ-হাতি।

এ বিভাগের আরো খবর