বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডু প্লেসিকে রেখেই বিশ্বকাপে যাচ্ছে সাউথ আফ্রিকা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৯ সেপ্টেম্বর, ২০২১ ২২:৫৯

ইনজুরিতে থাকা বাভুমাকে অধিনায়ক করে দল সাজিয়েছে সাউথ আফ্রিকার বোর্ড। প্রোটিয়াদের বিশ্বকাপ দলে জায়গা হয়নি ক্রিস মরিস, ফাফ ডু প্লেসি, ইমরান তাহিরের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। ইনজুরিতে থাকা টেম্বা বাভুমাকে অধিনায়ক করে দল সাজিয়েছে তাদের বোর্ড। প্রোটিয়াদের বিশ্বকাপ দলে জায়গা হয়নি ক্রিস মরিস, ফাফ ডু প্লেসি, ইমরান তাহিরের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের।

অভিজ্ঞদের জায়গা দিতে না পারলেও দলে জায়গা মিলেছে টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় থাকা কেশভ মহারাজের। জাতীয় দলের হয়ে টেস্ট ও ওয়ানডে খেললেও এখনও ক্রিকেটের শর্টার ফরম্যাটে অভিষেক হয়নি ৩১ বছর বয়সী এই ক্রিকেটারের।

টেস্ট থেকে চলতি বছরের ফেব্রুয়ারিতে অবসর নিলেও টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটে খেলে যেতে চেয়েছিলেন ফাফ ডু প্লেসি। গত নয় মাস ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দেখা যায়নি তারকা এই ক্রিকেটারকে। ওয়ানডেতেও অনিয়মিত এক বছরের বেশি সময় ধরে।

একই সঙ্গে বাদ পড়েছেন প্রায় আড়াই বছর দলের সঙ্গে টি-টোয়েন্টিতে না থাকা ইমরান তাহির ও ক্রিস মরিস।

চোটের সঙ্গে যুদ্ধ করতে থাকা টেম্বা বাভুমাকে দায়িত্ব দেয়া হয়েছে অধিনায়কের। বর্তমানে ইনজুরি থাকলেও সেরে উঠবেন এই আশায় তাকে অধিনায়ক করে দল সাজিয়েছে সিএসএ।

সেই সঙ্গে দলে জায়গা করে নিয়েছেন কুইন্টন ডি কক, ডেভিড মিলার, এইডেন মারক্রামের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা। অপরদিকে পেইস আক্রমণ সাজানো হয়েছে আনরিখ নরটিয়া, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাডার মতো তারকা পেইসার নিয়ে।

আর স্পিন ডিপার্টমেন্টে রয়েছেন তাবরেজ শামসি ও মহারাজ।

সাউথ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশভ মহারাজ, কুইন্টন ডি কক, বিওর্ন ফরটান, রিজা হেনড্রিকস, হেইনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিডি, আনরিখ নরটিয়া, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, তাবরেজ শামসি ও রাসি ফন ডান ডুসেন।

রিসার্ভ: জর্জ লিন্ডে, উইলিয়াম লিজাড ও আন্ডিলে ফেহলুকোয়েও।

এ বিভাগের আরো খবর