কিরগিজস্তানে ত্রিদেশীয় ফুটবল সিরিজের প্রথম দুটি ম্যাচে হেরেছে বাংলাদেশ। প্রথমটিতে ফিলিস্তিন ও দ্বিতীয় ম্যাচে কিরগিজদের কাছে বড় ব্যবধানে হেরেছে জেমি ডের বাহিনী। সাফের প্রস্তুতি সফর হিসেবে শেষ ম্যাচে কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে মাঠে নামতে চলেছে বাংলাদেশ।
তিন দিনের মাথায় দুটি শক্তিশালী প্রতিপক্ষের কাছে হেরে সিরিজের শেষ ম্যাচটা ভালো ফল নিয়ে সফরের ইতি চায় জাতীয় ফুটবল দল।
দলের ফরোয়ার্ড সুমন রেজা বলেন, ‘কোচ আমাদের সাফের জন্য প্রস্তুত করতে খেলিয়েছেন। হয়তোবা ম্যাচগুলার রেজাল্ট ভালো হয়নি। এগুলো সবই সাফের প্রস্তুতির অংশ। আজকে আমাদের শেষ সেশন ছিল।
‘পরের ম্যাচে কীভাবে খেলব। বলের উপর কীভাবে বেশি কন্ট্রোল রাখা যায় এগুলা নিয়ে কাজ হইছে। সবকিছু মিলিয়ে আশা করি আগামীকালের ম্যাচটা আরও ভালো হবে।’
বৃহস্পতিবার সফরের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় কিরগিজ রিপাবলিকের দোলন ওমরজাকিভ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচ সামনে রেখে জেমি ডের অধীনে দুই ভাগে বিভক্ত হয়ে অনুশীলন সেশন সম্পন্ন করেছেন দলের খেলোয়াড়রা। কিরগিজ ম্যাচের মূল একাদশে থাকা খেলোয়াড়রা আলাদাভাবে রিকভারি সেশন করেন।
এ ছাড়া, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বাকি খেলোয়াড়রা আলাদাভাবে সেট পিস, পাসিং ও পসিশনিং নিয়ে অনুশীলন করেন।
এই ম্যাচে এক ঝাঁক নতুন ফুটবলারকে সুযোগ দেয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের সহকারী কোচ মাসুদ পারভেজ।
তিনি বলেন, ‘যেসব প্লেয়ার খেলতে পারেনি আগামীকালকের ম্যাচে তাদের সুযোগ দেয়ার চেষ্টা করা হবে। এই লেভেলে পারফর্ম করার বড় সুযোগ থাকবে তাদের সামনে।’
ম্যাচটির মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশের সাফ প্রস্তুতি। অক্টোবরের প্রথম সপ্তাহে মালদ্বীপে শুরু হবে দক্ষিণ এশিয়ান বিশ্বকাপ খ্যাত এই ফুটবল টুর্নামেন্ট।