পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে খুব একটা পাত্তা পায়নি জাতীয় দলের ব্যাটসম্যান এবং বোলাররা। দুই দিনের বিরতিতে একদম ৩৬০ ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছে মাহমুদুল্লাহ বাহিনী। চতুর্থ ম্যাচে ৬ উইকেটের জয়ের পাশাপাশি সিরিজ নিশ্চিত করে মাঠ ছেড়েছে টাইগাররা।
টসে হেরে বল করতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছিল টাইগার বোলাররা। নাসুম এবং মুস্তাফিজের অনবদ্য বোলিংয়ে মাত্র ৯৩ রানেই আটকে যায় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ নাঈমের ২৯ এবং মাহমুদুল্লাহ রিয়াদের ৪৩ রানের ইনিংসে ভর করে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ।
আগের ম্যাচে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর কৃতিত্ব পুরো দলকে দিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ। সেই সঙ্গে সিরিজের শেষ ম্যাচেও জয় নিয়ে মাঠ ছাড়তে আত্মবিশ্বাসী তিনি।
ম্যাচ শেষে সংবাদসম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই সিরিজ জয়ের কৃতিত্ব টিম ম্যানেজমেন্ট এবং ছেলেদের। আমাদের সামনে আরও একটি সুযোগ আছে। আশা করি, আমরা একসঙ্গে পুনরায় ঘুরে দাঁড়াব। শেষ ম্যাচটি জেতার চেষ্টা করব।’
বোলারদের দায়িত্বশীল বোলিং এবং ব্যাটসম্যানদের বড় পার্টনারশিপ ম্যাচটি জয়ে মূলমন্ত্র হিসেবে কাজ করেছে বলে জানালেন মাহমুদুল্লাহ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিউজিল্যান্ডকে অল্প রানের মধ্যে আটকে রাখতে আমাদের বোলাররা দুর্দান্ত ভূমিকা রেখেছে। সব বোলার ভালো করেছে। নাসুম, মেহেদী, মুস্তাফিজ দারুণ বোলিং করেছে।’
তিনি আরও বলেন, ‘ব্যাটসম্যানরাও যথাসাধ্য চেষ্টা করেছে। আমাদের মাঝে একটা পার্টনারশিপ দরকার ছিল। আমি ও নাঈম সেই চেষ্টা করেছি। এরপর আফিফ ভালো করেছে। আমরা চেষ্টা করেছি জুটি গড়ে দলকে লক্ষ্যে নিয়ে যেতে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিতের সঙ্গে সঙ্গে অনন্য এক কীর্তি গড়েছে টিম বাংলাদেশ। টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা।