শেরে বাংলার উইকেট খুব বেশি রান তোলার মতো নয় মন্তব্য করে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স বলেছেন, এমন উইকেটে রান তাড়ায় অবশ্যই দায়িত্বশীল হতে হবে।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া এক ভিডিও বার্তায় এ পরামর্শ দেন তিনি। বলেন, ‘উইকেট দ্রুত রান তোলার মতো নয়। খুব বেশি বাউন্ডারি এমন উইকেটে হয় না। তাই স্ট্রাইক করে রান রেট ৬ রাখা উচিত। নিশ্চিত করতে হবে প্রয়োজনীয় রান রেট যেন খুব বেশি না দাঁড়ায়।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে এসে বড় রকমের হোঁচট খেয়েছিল বাংলাদেশ। সফরকারীদের দেয়া ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৭৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।
রান তাড়ায় ব্যাটসম্যানদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় দলের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স। ব্যাটসম্যানদের বললেন আরও দায়িত্বশীল হতে।
উইকেটকে না দুষে ব্যাটিং পরামর্শক বলছেন, গত ম্যাচে ব্যাটনম্যানরা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। ব্যাটসম্যানরা ধৈর্যের পরিচয় দিলে জয় পাওয়া সম্ভব ছিল।
তিনি বলেন, ‘আমার মনে হয় রান তাড়ায় আমরা আরও দায়িত্বশীল হতে পারতাম। আমরা শুরুটা ভালোই করেছিলাম। প্রথম ওভারে নাঈমের একটি বাউন্ডারি, দ্বিতীয় ওভারে লিটনের দুটি বাউন্ডারি, ২ ওভার শেষে রান ছিল ২০। এর পরের ৩-৪ ওভারে দ্রুত অনেক উইকেট হারিয়ে ফেলেছি।
‘আমরা অনেক বেশি আগ্রাসী ব্যাটিং করেছি। আমার মনে হয় না পিচ খুব বেশি পরিবর্তন হয়েছিল। ১২৯ রান প্রতিদ্বন্দ্বিতা করার মত স্কোর ছিল। আরেকটু দেখেশুনে খেললে রান তাড়া করতে পারতাম।’