বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সামরিক অভ্যুত্থান থেকে রক্ষা পেলেন হাকিমিরা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ সেপ্টেম্বর, ২০২১ ১৩:৪০

মরক্কো দল ম্যাচ খেলার জন্য পৌঁছে যায় গিনির রাজধানী কোনাক্রিতে। গিয়ে পড়ে অদ্ভূত এক পরিস্থিতিতে। গিনিতে মরক্কোর দল পড়ে সামরিক অভ্যুত্থানের মধ্যে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলে ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্ব বাতিল নিয়ে পুরো ফুটবল বিশ্বজুড়ে চলছে হইচই। মেসিরা অনেক ঘটন-অঘটনের পর ফিরেছেন নিজ দেশে।তবে একই সময়ে ব্রাজিল থেকে এক মহাসাগর দূরত্বে অবস্থিত আরেকটি দেশে বাতিল হয় আরেকটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। ম্যাচটি ছিল পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে।বিশ্বকাপ বাছাইপর্বে আফ্রিকান অঞ্চলে গ্রুপ-আইয়ের ম্যাচ ছিল মরক্কো ও গিনির মধ্যে। মরক্কো দল ম্যাচ খেলার জন্য পৌঁছে যায় গিনির রাজধানী কোনাক্রিতে।গিয়েই পড়ে অদ্ভুত এক পরিস্থিতিতে। গিনিতে হাকিমি-মুনির-বুনোর মরক্কোর দল পড়ে সামরিক অভ্যুত্থানের মধ্যে।পরে ফিফা ম্যাচটি বাতিল করে জানিয়েছে, নতুন তারিখে অনুষ্ঠিত হবে ম্যাচটি। তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।ফিফার বিবৃতিতে বলা হয়, ‘গিনির বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি বিপজ্জনক। আফ্রিকান ফুটবল কনফেডারেশন ও ফিফা মনোযোগ দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করে কোনাক্রিতে হতে যাওয়া গিনি বনাম মরক্কোর ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। নতুন সূচি পরে জানানো হবে।’

এই ঘোষণা পাওয়ার আগেই অবশ্য আশরাফ হাকিমিরা চেপেছেন দেশে ফেরার বিমানে। পিএসজির এই তারকা রাইট ব্যাক এক টুইটে জানান, দলের সবাই সুস্থ আছেন।

তিনি লেখেন, ‘সবাইকে তাদের সমর্থন ও মেসেজের জন্য ধন্যবাদ। উৎকণ্ঠার একটি দিন ছিল, কিন্তু ঈশ্বরের দয়ায় আমরা নিরাপদে আছি ও মরক্কোতে ফিরেছি।’

গিনির প্রেসিডেন্ট আলফা কন্ডেকে ঘিরে রেখেছেন সৈনিকরা- এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সরকারের দখল নিয়েছে সামরিক বাহিনী- এমন খবর চাউর হয়ে যায়।

তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বিবিসিকে জানান, রাজধানীতে দীর্ঘ বন্দুকযুদ্ধের পর বিদ্রোহীদের ক্ষমতা দখলের প্রচেষ্টা বানচাল করা হয়েছে।

এ বিভাগের আরো খবর