ইউরোপের বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় বড় জয় পেয়েছে স্পেন, জার্মানি ও বেলজিয়াম। টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে ইতালি।স্পেন ৪-০ গোলে হারিয়েছে জর্জিয়াকে, জার্মানি ৬-০ গোলে বিধ্বস্ত করেছে আর্মেনিয়াকে আর চেক রিপাবলিকের বিপক্ষে বেলজিয়ামের জয় ৩-০ গোলের। বড় দলগুলোর জয়ের দিন সুইজারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইউরো চ্যাম্পিয়ন ইতালি।
স্পেনের বাদাহোসের স্টেডিয়ামে জর্জিয়াকে কোনো সুযোগই দেয়নি স্বাগতিক দল। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় লুইস এনেরিকের শিষ্যরা।
১৪ মিনিটে হোসে গায়া অ্যাকাউন্ট খোলেন স্পেনের। ২৫ মিনিটে কার্লোস সোলেরের গোলে লিড দ্বিগুন হওয়ার ১৫ মিনিট পর স্কোরলাইন ৩-০ করে দেন ফেরান তরেস। জর্জিয়ার হাত থেকে ম্যাচ বের হয়ে যায় ওই ৪০ মিনিটেই।
দ্বিতীয়ার্ধে কিছুটা ধীরেসুস্থে খেলে স্পেন। এক অর্ধে এক গোল আসে ফুরিয়া রোহাদের কাছ থেকে। পাবলো সারাবিয়ার ৬৩ মিনিটের গোলে বড় জয় নিশ্চিত হয় ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের।
স্পেনের চেয়েও বড় ব্যবধানে জয় পেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। আর্মেনিয়াকে পাত্তাই দেয়নি হানসি ফ্লিকের দল।
স্টুটগার্টে প্রথম ১৫ মিনিটে জোড়া গোল করে বসেন সার্জ জিনাব্রি। জার্মানির ধ্বংযজ্ঞের সেই শুরু। মার্কো রয়েস ৩৫ মিনিটে ও টিমো ভের্নার ৪৪ মিনিটে নিজেদের নাম স্কোরশিটে তোলেন।
আর্মেনিয়ার ম্যাচে ফেরার সুযোগ ছিল না। তারা চেষ্টায় ছিল আর যেন গোল হজম করতে না হয়। সেই চেষ্টাতে কিছুটা সফল হয় সফরকারী দল।
আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচে গোলের প্রচেষ্টায় জার্মানির টিমো ভের্নার। ছবি: এএফপি
বিরতির পর মাত্র দুই গোল আসে জার্মানদের কাছ থেকে। ইয়োনাস হফমান ও কারিম আদেয়েমির গোলে নিশ্চিত হয় জার্মানির উড়ন্ত জয়।
বেলজিয়ামের ম্যাচে ছিল বিশেষ উপলক্ষ। তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু শততম ম্যাচ খেলতে নেমেছিলেন জাতীয় দলের জার্সিতে।
নিজের মাইলস্টোন ম্যাচ গোল করে স্মরণীয় করে রাখেন এই চেলসি তারকা। বেলজিয়ামের অন্য গোল দুটি আসে ইডেন অ্যাজার ও আলেক্সিস সেলামেকারসের পা থেকে।
আরেক ম্যাচ সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করেও দারুণ এক রেকর্ড গড়েছে ইতালি। টানা ৩৬ ম্যাচে অপরাজিত আছে রবার্তো মানচিনির দল।
ইউরোপে বিশ্বকাপ বাছাইয়ে নিজ নিজ গ্রুপের শীর্ষে অবস্থান করছে স্পেন, বেলজিয়াম, ইতালি ও জার্মানি।