বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যাটিংয়ে সমস্যা দেখছেন না ডমিঙ্গো

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ সেপ্টেম্বর, ২০২১ ২৩:৪৬

সাকিব, মাহমুদুল্লাহ, সোহান, লিটনসহ প্রায় সবাই স্ট্রোক খেলতে যেয়ে আউট হলেও কোনোভাবেই ব্যাটারদের দুষছেন না তিনি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে এই সাউথ আফ্রিকান কোচ জানান ব্যাটসম্যানরা চেষ্টা করেছে।

৭৬ রানে গুটিয়ে যেয়ে বেশ বড় ব্যবধানে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। ৫২ রানের জয়ে ভালো ভাবে সিরিজে কামব্যাক করেছে সফরকারী দল।পরিচিত পিচে ১২৯ তাড়া করতে না পারায় ব্যাটসম্যানদের কোনো দায় দেখছেন না হেড কোচ রাসেল ডমিঙ্গো।সাকিব, মাহমুদুল্লাহ, সোহান, লিটনসহ প্রায় সবাই স্ট্রোক খেলতে যেয়ে আউট হলেও কোনোভাবে ব্যাটারদের দুষছেন না তিনি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে এই সাউথ আফ্রিকান কোচ জানান, ব্যাটসম্যানরা চেষ্টা করেছে।

ডমিঙ্গো বলেন, ‘আমার মনে হয় না ব্যাটিং ইউনিটের মনোভাবে কোনো সমস্যা আছে। আমরা চেষ্টা করে যেতে চেয়েছি, রান রেট ভালো রাখতে চেয়েছি কারণ একবার রানের দিক থেকে পিছিয়ে গেলে ঘুরে দাঁড়ানো কঠিন। তাই আমরা ইতিবাচকভাবে শুরু করতে চেয়েছি। দুর্ভাগ্যবশত আমরা শুরুতে কিছু উইকেট হারিয়ে ফেলি ও বিরতিহীনভাবে হারাতে থাকি।’

স্বাগতিক দলের ফায়দা নেয়ার জন্য টিম ম্যানেজমেন্টের চাহিদা মতো বানানো উইকেট। অথচ ব্যাটসম্যানদের ব্যর্থতার দায় গেল শেরে বাংলার ২২ গজের দিকেই।

ডমিঙ্গো বলেন, ‘ভেবেছিলাম অন্যান্য রাতের মতই বল একটু স্কিড করবে। উইকেট তেমন ভালো হয়নি। সময়ের সঙ্গে আরও খারাপ হয়েছে। ২ ওভারে ২০ রান ছিল। আর ১১০ রান লাগত। ভালো শুরুর ৪-৫ ওভার পর ৪-৫ উইকেট হারানো আমাদের ভীষণ চাপে ফেলেছে।’

শেষে বাংলাদেশের জন্য দিনটাকে খারাপ উল্লেখ করে টাইগার বস নিউজিল্যান্ডকে কৃতিত্ব দিলেন।

বলেন, ‘নিউজিল্যান্ড আজ দুর্দান্ত খেলেছে। এই ফরম্যাটের ব্যাপারটাই এমন। নিউজিল্যান্ডকে পূর্ণ কৃতিত্ব দিতে হবে। আজ তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমি হতাশ, তবে টি-টোয়েন্টি খেলাটাই এমন।’

এ বিভাগের আরো খবর